কম্পিউটার Keyboard এর শর্টকাট

Author Topic: কম্পিউটার Keyboard এর শর্টকাট  (Read 1572 times)

Offline nazmus.it

  • Newbie
  • *
  • Posts: 8
  • Test
    • View Profile
 :
·Friday, February 3, 2017·Reading time: 1 minute
  # কম্পিউটার_Keyboard এর শর্টকাট :
 আশা করি এই তথ্য গুলো আপনাদের অনেক কাজে আসবে।
F1 থেকে F12 পর্যন্ত
যে এক ডজন কি আছে সেগুলোকেফাংশন কি বলা হয়। এখন আসুন জেনে নেয় এই কী গুলোর কাজ কি।
>> F1: সাহায্য (Help). সহায়তাকারী কি হিসেবেব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের‘হেল্প’ চলে আসে।
>> F2: নির্বাচিত ফাইল রিনেইম করা।  সাধারণত কোনো ফাইল বাফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ
দেখা যায়।
>> F3: ফাইল খোঁজা। এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপেওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
 >> F4: অন্য কোনো ফোল্ডারে ফাইল মুভ করা। ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধকরা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
>> F5: বর্তমান উইন্ডো রিফ্রেশ করা।  মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়
F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
>> F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
>> F7: ওয়ার্ড/ এক্সেল ডকুমেন্ট স্পেলিং ডায়লগ ওপেন করা। ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে।ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানারঅভিধান চালু করা হয়।
>>  F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণ উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
>>  F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এরমেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
>> F10: মেনু বার চালু করা। ওয়েব ব্রাউজার বা কোনোখোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি,লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
>> F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়েদেখা যায়।
>>  F12 : ওয়ার্ডের Save as উইন্ডোখোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপেমাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়।এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।

 >> CTRL+C: কপি।
 >> CTRL+X: কাট।
 >> CTRL+V: পেস্ট।
 >> CTRL+Z: আনডু।
 >> CTRL+B: অক্ষর বোল্ড করা।
 >> CTRL+U: অক্ষর আন্ডার লাইন করা।
 >> CTRL+I: অক্ষর ইটালিক করা।
 >> CTRL+K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া।
 >> CTRL+ESC: Start menu চালু।
 >> CTRL+ Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া।
 >> CTRL+ End: ডকুমেন্ট এর শেষে যাওয়া।
 >> CTRL+SHIFT+ESC: টাস্ক ম্যানেজার।
 >> CTRL+TAB: কোনো প্রোগ্রামের এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া।
 >> CTRL+F4: একাধিক ডকুমেন্ট ইন্টারফেস সহ কোনো প্রোগ্রাম বন্ধ করা।
 >> CTRL+A: ফোল্ডারের সবগুলো আইটেম নির্বাচন করা।
 >> SHIFT+ DELETE: সরাসরি ফাইল ডিলিট করা।
 >> SHIFT+ right click: অতিরিক্ত শর্টকাট সহ মেনু।
 >> SHIFT+ double click: বিকল্প ডিফল্ট কমান্ড।
 >> SHIFT+F10: নির্বাচিত আইটেমের জন্য শর্টকাট মেনু।
 >> SHIFT: অটোরান বন্ধ করতে এটি চেপে ধরে রাখুন।
 >> SHIFT+ Windows Logo + M: মিনিমাইজ আনডু করা।
 >> Home: বর্তমান লাইনের শুরুতে যাওয়া।
 >> End: বর্তমান লাইনের শেষে যাওয়া।
 >> ALT+ F4: প্রোগ্রাম বন্ধ করা।
 >> ALT+TAB : অন্য কোনো চালু করা প্রোগ্রামে যাওয়া (সবগুলো প্রোগ্রাম দেখতে ALT চেপে ধরে TAB চাপুন)।
 >> ALT+ SPACE: মেইন উইন্ডো’র সিস্টেম মেনু দেখা।
 >> Windows Logo +L: কম্পিউটার লক করা।
 >> Windows Logo+ M: সব প্রোগ্রাম মিনিমাইজ করা।
 >> Windows Logo+F: Files অথবা Folders খোজাঁ।
 >> Windows Logo+V: ক্লিপবোর্ড চালু করা।
 >> Windows Logo+K: Keyboard Properties ডায়ালগ বক্স চালু করা।
 >> Windows Logo+I: Mouse Properties ডায়ালগ বক্স চালু করা।
 >> BACKSPACE: পূর্ববর্তী ফোল্ডারে যাওয়া, (ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে পুর্বের পেইজ

সুত্রঃ Facebook Page. চাকরির খবর - Job Circular  https://www.facebook.com/notes/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0-job-circular/%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-keyboard-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F-/1353663877987039/
Regards,

Nazmus Sayadat
B.Sc. in ETE, CCNA, MTCNA
Assistant IT Officer
Daffodil International University
Permanent Campus,
Dattapara, Ashulia, Savar, Dhaka.
Cell: +88 01847140138