ফজরের নামাজ কাজা হয়ে গেলে। সুন্নতসহ পড়তে হবে কি না?

Author Topic: ফজরের নামাজ কাজা হয়ে গেলে। সুন্নতসহ পড়তে হবে কি না?  (Read 904 times)

Online Mrs.Anjuara Khanom

  • Sr. Member
  • ****
  • Posts: 469
  • Test
    • View Profile
প্রশ্ন : কোনো কারণে ফজরের নামাজ কাজা হয়ে গেলে। ঘুম থেকে উঠার পর কাজা আদায় করার সময় সুন্নতসহ পড়তে হবে কি না?

উত্তর : ফজরের সুন্নত সীমাহীন গুরুত্বপূর্ণ হওয়ায় এটিরও কাজা করতে হয়। জাগ্রহ হওয়ার পর যখনই ফজর পড়বে তখন সুন্নতসহই পড়বে। ঘুমের কারণে ফজর ছুটে গেলে যখনই সজাগ হবে, তখনই পড়ে নিতে হয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
Mrs, Anjuara Khanom
Library Assistant Officer,
Daffodil International University
DSC Campus
02224441833/34