General Category > Common Forum
মহাময়!
(1/1)
Mohammad Nazrul Islam:
‘হে দেবতা, - তব”
নমোঃ স্তুতি ‘লহো,
বিচ্ছুরিত আলোক-জ্যোতিতে
করেছ, ধরণী আলোকিত।।
তোমার স-রস/বি-রস
দানে, বি-ভাজন-
বিষন্ন, বিভূতি, ভিন্নতা
অবনির প্রয়োজন।।
মানবের প্রদাহ যত
দুঃখ, সুখ, ক্ষত-
তোমারই দান-
প্রতিদান চাহ ! মন মত।।
‘অনাদি হে, অনন্ত-পতি
ইন্দ্রের মানস-বসন,
নরকের পথে দাও-
স্বর্গের অন্বেষণ।।
অন্ধ-আলোক-দ্যোতি
বিন্দু-সিন্ধু বিলাসে-
জাগ্রত, অনু-আনুকশা
অনীল বাতাসে।।
তুমি প্রাণ প্রিয়া,
প্রিয়সীর-ভাবনার প্রকাশ-
চিন্তার নিগুরে-
অনন্তে... বিকাশ।।
Navigation
[0] Message Index
Go to full version