Help & Support > Common Forum/Request/Suggestions
Inter_University_Cricket_Tournament_2020 🏏Winner DIU
(1/1)
Farhana Haque:
Inter_University_Cricket_Tournament_2020 🏏
গতকাল ৩ নভেম্বর ২০২০ মিরপুর সিটি ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ম্যচ-২০২০ এর ফাইনাল রাউন্ড। ফাইনালে ম্যাচে লড়েছে দুই লড়াকু দল, #ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং #প্রাইম ইউনিভার্সিটি। এক মনোমুগ্ধকর রুদ্ধশ্বাস ম্যাচ খেলে ৪০ রানের এক বিশাল জয় নিশ্চিত করেছে ড্যফোডিল ইউনিভার্সিটির লড়াকু ক্রিকেট টিম। বিজয় বুঝি এভাবেই ছিনিয়ে নিতে হয়। এ মাসের শুরুতেই এই বিজয় আমাদের মনে করিয়ে দেয় আসছে মাস স্বাধীনতার মাস। আবারো প্রমানিত হলো আদর্শ এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে #ড্যাফোডিল_ইউনিভার্সিটি সবার সেরা। তারা কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা বা তথ্যপ্রযুক্তিক্তেই এগিয়ে নেই। অন্যন্য সকল সমসাময়িক বিষয় গুলোর পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধা এবং মনন যেন কোন ভাবেই ব্যহত না হয় বরং পরিপূর্ণ ভাবে বিকশিত করার জন্য তাদেরকে খেলাধুলার প্রতি অনুপ্রানিত করতেও এ বিশ্ববিদ্যালয় এগিয়ে।
আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, কর্মী এবং সম্মানিত শিক্ষকগণ পরিবর্তনে বিশ্বাসী। এই করোনাকালীন সময়েও তারা প্রত্যেকেই প্রতিষ্ঠানের সাফল্য এবং এর শিক্ষার্থীদের পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে শতভাগ চেষ্ঠা করে যাচ্ছে। সামান্য সময়ের জন্য হয়ত আমাদের নিয়মিত যাপন থমকে আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মতৎপরতা থেমে নেই। শিক্ষার্থীদের অনলাইন শিক্ষাসেবা নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও কতৃপক্ষ যথেষ্ঠ মনোযোগী। তারই ফলশ্রুতি গতকালের এ বিজয় অর্জন । এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগামী দিনে আরো বড় বড় বিজয় ছিনিয়ে আনবে। আমরা সেই প্রত্যাশার পাশাপাশি শিক্ষার্থীদের সেই সুযোগ সুবিধা নিশ্চিত করায় বিশ্বাসী।
দেশের গন্ডি পেরিয়ে তারা এখন পা রাখতে বিদেশের মাটিতে। পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে। স্বপ্ন দেখি, আমাদের বিশ্ববিদ্যালয়ের লড়াকু ক্রিকেট টিম সেখান থেকেও বিজয় নিশ্চিত করেই বীরদর্পে ফিরবে দেশের মাটিতে। তারা আবারো প্রমান করবে, শুধু দেশে নয় বিদেশের মাটিতেও তারা তাদের মেধা এবং মননে সকলের সেরা।
লেখাঃ ফারহানা হক
০৪/১১/২০২০
Navigation
[0] Message Index
Go to full version