Faculty of Humanities and Social Science > Creative Writing
পাপেট (কবিতা)
(1/1)
Al Mahmud Rumman:
তুমি ভালো আছো জানি
মগজ বিক্রির টাকায় লেখালেখি চলে
একদা পড়তাম তোমাকে
তখনো যাও নি চলে নষ্টের দখলে।
এখন অনেক টাকা তোমার
যখন যা বলায় অবিকল তা-ই বলে যাও।
দিনকে রাত করো হামেশা
কলমের কালিতে কত সত্য বানাও!
তুমি জিতে গেছো ভাবো
ভাবো এভাবেই চলে যাবে চিরকাল
মানুষ তো দু'টাকার পাপেট
সয়ে যাবে
মেনে নিবে
নুয়ে মাথা
নেচে যাবে
যেমনি নাচাও
যেমনি নাচো
সকাল বিকাল।
(পাপেট - রুম্মান মাহমুদ)
Navigation
[0] Message Index
Go to full version