Entertainment & Discussions > Story, Article & Poetry

কবিতা / মা

(1/1)

Al Mahmud Rumman:
কুয়াতে ঝুঁকে পড়ে কাঁদছে একটা লোক
জল নিতে গিয়ে মা পড়ে গেছে জলে-
দেখা যাচ্ছে না চিৎকারে সাড়া মিলছে না
যতবার বালতি ছুঁড়ে দিচ্ছে-
উঠে আসছে জল, শ্যাওলা
ছোট ছোট পোকামাকড়
তার ব্যর্থ ছায়া
মা আসছে না

(মা – রুম্মান মাহমুদ)

Navigation

[0] Message Index

Go to full version