Faculties and Departments > Department of Innovation & Entrepreneurship

ব্যবসা ৮০ শতাংশ ঘুরে দাঁড়িয়েছে

(1/1)

kamruzzaman.bba:
করোনার সংক্রমণ রোধে গত মার্চের শেষ সপ্তাহে লকডাউন জারি করার পর আমাদের কারখানা ও বিক্রয়কেন্দ্র বন্ধ হয়ে যায়। প্রায় দুই মাস সিংগাইরে আমাদের কারখানার উৎপাদন বন্ধ ছিল। পরে বিক্রয়কেন্দ্র ও কারখানা ধীরে ধীরে খুলতে থাকে

 তবে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো প্রয়োজনীয় সামগ্রী না হওয়ায় আসবাব বিক্রি তুলনামূলক কম। তা ছাড়া মানুষের আয়ও আগের অবস্থায় ফেরেনি। এ কারণে ব্যবসাও স্বাভাবিক হয়নি। তারপরও সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে ঋণসুবিধা পাওয়ায় আমরা ব্যবসা চালিয়ে নিতে পারছি। বর্তমানে স্বাভাবিক সময়ের তুলনায় ব্যবসা ৮০ শতাংশ ঘুরে দাঁড়িয়েছে।

 নাদিয়া ফার্নিচারে সাড়ে ছয় শ কর্মী রয়েছেন। লকডাউনের পর শ্রমিকেরা যে যাঁর মতো গ্রামের বাড়িতে চলে যান। কিছু কর্মী ঢাকা ও আশপাশে ছিলেন। লকডাউন শেষে আমরা যখন কারখানায় উৎপাদন শুরু করলাম, তখন ২৫-৩০ শতাংশ কর্মী পেলাম। ধীরে ধীরে কর্মীর সংখ্যা বাড়লেও দৈনিক মজুরিতে কাজ করতেন এমন বেশ কিছু শ্রমিক আর ফিরে আসেননি। তাঁরা গ্রামের বাড়িতেই রয়ে গেছেন। তাতে কিছু দক্ষ কর্মী আমরা হারিয়ে ফেলেছি।

Details: https://www.prothomalo.com/feature/pro-business/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE-%E0%A7%AE%E0%A7%A6-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A7%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

Navigation

[0] Message Index

Go to full version