Both side of story.

Author Topic: Both side of story.  (Read 1861 times)

Offline Reza.

  • Hero Member
  • *****
  • Posts: 795
  • My thoughts are trying to find a way.
    • View Profile
Both side of story.
« on: October 15, 2020, 08:12:08 PM »
বোথ সাইড অফ স্টোরি।
ক্রেতাদের ভয় থাকে ঠকে যায় কিনা? আর বিক্রেতার ভয় থাকে লাভ হবে তো?
সব কর্মচারীই বসকে ভয় পায়। কিন্তু বসের মনেও যে অফিস ও কর্মচারী নিয়ে বিভিন্ন ভয় থাকে তার খবর কে রাখে? প্লেয়ারের ভয় থাকে গোল করতে পারবে তো? গোলকিপারের ভয় থাকে গোল ঠেকাতে পারবে তো?
স্টুডেন্টের মনে ভয় - পড়া বুঝতে পারবে তো? টিচারের মনে ভয় - পড়া বুঝাতে পারবে তো? রুগীর মনে ভয় - চিকিৎসায় ভালো হবে তো? ডাক্তারের মনে ভয় - ঠিক মত চিকিৎসা করতে পারবে তো?
মানুষের মনে ভয় - ক্ষমতাবানের বিরুদ্ধে কিছু বলে ফেললাম নাতো? ক্ষমতাবানের মনে শংকা - তার বিরুদ্ধে সবাই চলে যায় কিনা?
গৃহস্থের মনে চোরের ভয়। চোরের মনে গৃহস্থের ভয়।
যে যত আনাড়ি - তার মনে ততো বেশী ভয়। উল্টো ভাবে বলা যায় - যার মনে যত ভয় - সে ততো আনাড়ি।
Assistant Professor,
Department of Textile Engineering.
Permanent Campus.
Email: reza.te@daffodilvarsity.edu.bd
Mobile No. 01847140128