General Category > Common Forum
শাপ-
(1/1)
Mohammad Nazrul Islam:
তাল কাটাঁ তুলি দিয়ে
জীবনের ছবি আকাঁ
সংকার পথ ধরে-
বিমাড়ে বেচেঁ থাকা।।
জীবনের কথা গুলো
কিলবিল করোনায়,
খুপঁধরে জমে আছে
মরণের বেদনায়।।
মৃত্যৃর গুহা‘তে চলে
কর্মের হামা-গুড়িঁ,
প্রাণে, বেচেঁ থাকা-
তাগিদের বাঁজপুরী।।
শ্রষ্টার এই শাপ-
যুগ-যুগের সংস্কার,
চলছে চলবেই..
অনাদি-অনন্তকাল…।।
Navigation
[0] Message Index
Go to full version