সরকারি চাকরির প্রস্তুতি – করণীয় কি?

Author Topic: সরকারি চাকরির প্রস্তুতি – করণীয় কি?  (Read 1584 times)

Offline doha

  • Full Member
  • ***
  • Posts: 165
    • View Profile
সরকারি চাকরির প্রস্তুতি – করণীয় কি?

By Skill Jobs Blog (DEC 22, 2020)
https://blog.skill.jobs/


সরকারি চাকরির প্রস্তুতি – করণীয় কি?

বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষেরই সরকারি চাকরি করার ইচ্ছা থেকে থাকে। আর সে জন্যই যারা সরকারি প্রত্যাশী তাদের বেশ ভালো প্রস্তুতি গ্রহণ করতে হয়।  সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিশেষ কিছু প্রসেস অনুসরণ করা উচিত,যার ফলে আপনি সেসব চাকরির লিখিত বা মৌখিক পরীক্ষা একটা ভাল রেজাল্ট আশা করতে পারেন।

“এইধরনের চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আপনার অনেকবারই মনে হতে পারে আপনাকে দিয়ে আর হবে না, আপনি পারছেন না, বিষয়গুলো আপনার কাছে অনেক জটিল বলে মনে হচ্ছে। কিন্তু আপনি যদি একটু নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনি অবশ্যই সেসব সময় বা বিষয়কে সহজেই পার করতে পারবেন।“

** কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত?

আপনারা যারা সরকারি চাকরি করতে চান তারা আপনাদের অর্নাস শেষ হবার আগে থেকেই চাকরির প্রস্তুতি নিতে পারেন। এতে করে আপনারা বেশ ভাল একটা সময় পেয়ে যাবেন এর মধ্যে। যেহেতু, যেকোনো সরকারি চাকরির জন্য বেশ ভালই প্রস্তুতি নেওয়া লাগে তাই সেসব প্রস্তুতি যত আগে থেকে শুরু করা যায় ততই ভালো।

সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে কিছু প্রাথমিক টিপস –

**পড়ার জন্য রুটিন তৈরি করা– যেকোন পড়াশোনার ক্ষেত্রেই রুটিন প্রস্তুত করে সে অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাওয়া। এতে টাইম ম্যানেজমেন্ট অনেক ভালোভাবে করা যায়। দৈনিক কোন কোন বিষয়ের জন্য কতটুকু সময় বরাদ্দ থাকবে তা ঐ বিষয়ের পরিধির উপর নির্ভর করে। সাধারণত সরকারী জব এর ক্ষেত্রে বাংলা, ইংরেজি, ম্যাথ, ইন্টারন্যাশনাল বিষয়বলি, সাধারণ জ্ঞান এর বিষয় সমূহ থাকে।

Read More ... Please click the following link
https://blog.skill.jobs/government-job-preparation-in-bangladesh/
« Last Edit: March 20, 2021, 12:58:35 PM by doha »