Health Tips > Skin

ঠোঁটের দাগ দূর করার সহজ উপায়

(1/1)

Mrs.Anjuara Khanom:
বিভিন্ন কারণে ঠোঁটে অনেক সময় কালচে দাগ দেখা দেয়। অনেক সময় আর্দ্রতা হারালেও ঠোঁট বিবর্ণ ও ঠোঁট কালো হয়ে যায়। সূর্যের অতিবেগুনি রশ্মি ও ধূমপানের অভ্যাসও ঠোঁট কালো হয়ে থাকে। আর অতিরিক্ত চা-কফি পানের অভ্যাস থাকলে তা থেকেও ঠোঁটে হতে পারে কালচে দাগ। তাই ত্বকের মতো ঠোঁটেরও সমান যত্ন নেয়া জরুরি।

আসুন জেনে নিই ঠোঁটের কালচে দাগ দূর করার সহজ ৫ উপায়-

১. ঠোঁটের কালচে দাগ দূর করতে চিনিকে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

২. ঘুমানোর আগে সামান্য মধু ঠোঁটে লাগিয়ে রেখে দিন সারারাত। কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের রঙে পার্থক্য চোখে পড়বে।

৩. প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তাজা লেবুর রস দিয়ে ঠোঁটে ভালো করে ম্যাসাজ করলে কালচে ভাব দূর হবে।

৪. প্রতিদিন একবার করে ঠোঁটে বরফ ঘষুণ। এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে।

৫. দুধের সর ব্যবহার করতে পারেন। দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান প্রতিদিন।

সূত্র: বোল্ডস্কাই

Navigation

[0] Message Index

Go to full version