DIU Activities > Permanent Campus of DIU

Daffodil International University Ashulia Campus

(1/1)

Badshah Mamun:
#চলুন_আজকে_আমাদের_বিশ্ববিদ্যালয়_সম্পর্কে_জানা_যাক.....

#ড্যাফোডিল_ইন্টারন্যাশনাল_ইউনিভার্সিটি❣️

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  বাংলাদেশের একটি বেসরকারী পর্যায়ের উচ্চ শিক্ষা দানকারী প্রতিষ্ঠান। প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৯২ অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় ২০০২ সালের ২৪ জানুয়ারি এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠার জন্য  জাতিসংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটির। এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরো ৪টি বিশ্ববিদ্যালয়সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিসের সদস্য।

#ইতিহাস

বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।

#ক্যাম্পাস😍
ঢাকার  ধানমন্ডি ও আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস   রয়েছে। এরমধ্যে আশুলিয়া ক্যাম্পাস সর্ববৃহৎ এবং স্থায়ী ক্যাম্পাস। এতে   রয়েছে  ক্রিকেট খেলার মাঠ, হোস্টেল, গলফ খেলার মাঠ, বাস্কেট বল কোর্ট,  সুইমিং পুল  ও অডিটোরিয়াম।

#অনুষদ_ও_বিভাগসমূহঃ-

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫ টি অনুষদ এর অধিনে ২৩ টি বিভাগ রয়েছে।
#সায়েন্স_অ্যান্ড_ইনফর্মেশন_টেকনোলজি_অনুষদঃ-
১.কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
২.এনভারমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ
৩.সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ
৪.মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগ
৫.ন্যাচেরাল সায়েন্স বিভাগ

#বিজনেস_অ্যান্ড_একোনমিক্স_অনুষদঃ-
১.বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগ
২.কমার্স বিভাগ
৩.রিয়াল ইস্টেট বিভাগ
৪.টুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
ইন্ট্রাপ্রেনারসিপ ডেভেলপমেন্ট বিভাগ(বাংলাদেশে প্রথম)

#ইঞ্জিনিয়ারিং_অনুষদঃ-
১.ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমুনিকেশন বিভাগ
২.টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
৩.ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
৩.আর্কিটেকচার বিভাগ
৪.সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ

#এলাইড_হেলথ_সায়েন্স_অনুষদঃ-
১.ফার্মেসী বিভাগ
২.নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ
৩.পাবলিক হেলথ বিভাগ
৪.লাইফ সায়েন্স বিভাগ
৫.জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ

#হিউমেনেটিস_অ্যান্ড_সোস্যাল_সায়েন্স_অনুষদঃ-
১.ইংরেজি বিভাগ
২.আইন বিভাগ
৩.সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ

#সংগঠনসমূহঃ-
শিক্ষার্থীদের নানাবিধ প্রতিভা বিকাশ এবং চর্চার জন্যে রয়েছে একাধিক সংগঠন।

১.ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা
২.ডিআইইউ সাইক্লিস্টস
৩.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব
৪.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি
৫.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব
৬.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমিউনিকেশন ক্লাব
৭.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ককশিট ক্লাব
৮.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস এন্ড এডুকেশন ক্লাব
৯.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার এন্ড প্রোগ্রামিং ক্লাব
১০.সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাব
১১.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভলান্টারি সার্ভিস ক্লাব
১২.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংলিশ লিটারেরি ক্লাব
১৩.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব
১৪.ড্যাফোডিল মুট কোর্ট সোসাইটি
১৫.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাব
১৬.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব
১৭.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ন্যাচার স্টাডি ক্লাব
১৮.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিয়েল এস্টেট এসোসিয়েশন
১৯.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এন্ট্রেপ্রেনারশিপ ক্লাব
২০.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব
২১.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস এসোসিয়েশন
২২.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফার্মাসিয়া ক্লাব
২৩.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হেলথ ক্লাব
২৪.স্যোশাল বিজনেস স্টুডেন্ট ফোরাম
২৫.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিএনসিসি
২৬.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ
২৭.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্লাড ডোনার ক্লাব
২৮.ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব

#আবাসিক_হলঃ-
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে আশুলিয়া ক্যাম্পাসে ৬টি ভবন নিয়ে পরিচালনা করা হয় আবাসিক হলসমূহ।
আবাসিক হল তালিকা      ইউনুস খান স্কলার্স' গার্ডেন  ছাত্রাবাস  ১২০০  ২টি  আশুলিয়া মডেল টাউন   
ইউনুস খান স্কলার্স' গার্ডেন এক্সটেনশন-২  ছাত্রাবাস  ৫০  ১টি  দত্তপাড়া
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গার্লস হোস্টেল  ছাত্রীনিবাস  ১০০০  ৩টি  মেম্বার বাড়ি (১টি), ক্যাম্পাসের ভিতর (২টি)

#ভর্তি_কার্যক্রমঃ-
বছরে  তিনবার ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে স্প্রিং, সামার এবং ফল  সেমিস্টারে। আর দূরে অবস্থানরত ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে অনলাইন  ভর্তির ব্যবস্থা করে । তাছাড়া সরাসরি ক্যাম্পাসএ এসেও ভর্তি হওয়া যায়।

#গ্রন্থাগারঃ-
বিশ্ববিদ্যালয়টির  ধানমন্ডি ক্যাম্পাসে রয়েছে ৬ তলা বিশিষ্ট লাইব্রেরি। এছাড়াও আশুলিয়া ক্যাম্পাসে একাডেমিক ভবন একের দ্বিতীয় তলায় রয়েছে একটি  লাইব্রেরি। এখান থেকেও ছাত্র ছাত্রীগণ বিভিন্ন বই পড়তে পারে এবং একটি  নির্দিষ্ট সময়ের জন্য স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে নির্দিষ্ঠ সময়ের  জন্য শিক্ষার্থীরা বই ধার নিতে পারে । এখানে অনলাইন লাইব্রেরির মাধ্যমে  শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় বইটি খুজতে পারেন এবং কিছু বই PDF(Portable  Document File) সংগ্রহ করতে পারে। এছাড়াও এখানে ভয়েস বুকের মাধ্যমে  বইয়ের ভাষ্য সরাসরি শোনা যায়।এই লাইব্রেরিটিতে ২৪,০০০ বই, ১৩,৫০০ ই-বুক, ২,৫০০ প্রোজেক্ট রিপোর্ট এবং  ২,৫০০ ই-জার্নাল রয়েছে। প্রতিটি লাইব্রেরিতে রয়েছে ফ্রি ইন্টারনেট সুবিধা  যাতে করে ছাত্র ছাত্রীরা পৃথিবীর বিভিন্ন দেশের লাইব্রেরি ও অন্যান্য  বিষয় সম্পর্কে তথ্যাবলী সংগ্রহ করতে এবং নিজের কাজে ব্যবহার করতে পারে।

#ল্যাব_সুবিধাঃ-
শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দানের জন্য এখানে রয়েছে -
*কম্পিউটার ল্যাব
*ইলেকট্রিক ল্যাব
*মাল্টিমিডিয়া ল্যাব
*ইনোভেশন ল্যাব
#অন্যান্য_কার্যক্রমঃ-
২০১২ ও ২০১৮ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এসিএম আইসিপিসি ঢাকা সাইটের আয়োজক হয়।

#প্রাপ্তিঃ-
ইন্টারন্যাশনাল আসোসিয়েসন অফ ইউনিভার্সিটি এর সদস্য পদ লাভ।

#তথ্যসূত্রঃ-
Introduction। "About DIU"। ৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-২২।
"বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"। ২৯ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২।
"ROLL OF COMMITMENTS | RIO20"। Rio20.euromed-management.com। ৮ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-০৩।
"ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস"। ১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২।
"Daffodil International University"। daffodilvarsity.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৬।
"Academic bunting and tassel color"। 4 International Colleges & Universities। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১০, ২০১২।
|




















































mosharraf.xm:
Very informative. However, little suggestion. I think we can change the title to "Daffodil Smart City" now. What do you think?

Thanks and Regards

Navigation

[0] Message Index

Go to full version