Entertainment & Discussions > Life Style

না কাটা দিঘি ভরাট করার রূপকথা

(1/1)

dulal.lib:
পৃথিবীতে এক দেশ ছিল। ওই দেশে ছিলেন এক কর্মকর্তা। তিনি একবার এক এলাকা থেকে বদলি হয়ে অন্য এলাকায় গেলেন। গিয়েই সহকারীকে আগের কয়েক বছরে কী কী উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, তার একটা রিপোর্ট করার নির্দেশ দিলেন। নির্দেশমতো তদন্ত করে যথাসময়ে প্রতিবেদন পেশ করলেন সহকারী।

কর্মকর্তা ঘেঁটে দেখলেন, এলাকায় পানির সমস্যা নিরসনে একটি প্রশস্ত দিঘি খনন করার বাজেট দেওয়া হয়েছিল এবং রিপোর্টে উল্লেখ আছে, দিঘিটা যথাসময়ে খনন করা হয়েছে। কিন্তু সমস্যা দাঁড়াল, যখন অনেক খোঁজাখুঁজি করেও তিনি রিপোর্টে উল্লিখিত জায়গায় কোনো দিঘি পেলেন না।

কর্মকর্তার আর বুঝতে বাকি রইল না আসলে কী ঘটেছে। তিনিও এর সুযোগ নিলেন; ওপরের মহলে রিপোর্ট করলেন যে এই এলাকার মানুষ দিঘি থেকে পানি পান করে বলে এখানে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেশি, তাই অচিরেই যেন এই দিঘি ভরাট করে এখানে নলকূপ স্থাপনের বাজেট দেওয়া হয়।

যথাসময়ে বাজেট মিলল এবং ‘না কাটা’ দিঘি ভরাট হয়ে গেল; সেই সঙ্গে ওই কর্মকর্তা ও তাঁর সহযোগীদের পকেটও ভরল। তারপর সবাই সুখে–শান্তিতে বসবাস করতে লাগল।

Navigation

[0] Message Index

Go to full version