IT Help Desk > Telecom Forum

নিজেই তৈরি করুন ভার্চুয়াল রেডিও

(1/1)

sajol:

বিশ্বজুড়ে এফএম এবং অনলাইন রেডিওর জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবে আমাদের দেশে হাতেগোনা কয়েকটি শহরেই শুধু এফএম রেডিও শোনার সুযোগ আছে। তাই এফএম শোনার সুযোগ নেই এমন এলাকায় অনলাইন রেডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু এখানেও ঝক্কি! রেডিও শোনার জন্য তো আর সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা যায় না। এ ক্ষেত্রেও উপায় আছে। 'ভার্চুয়াল রেডিও' সফটওয়্যারটি জাভা সমর্থক মোবাইলে ডাউনলোড করে নিলেই হলো। এতে আমাদের দেশের বেশ কয়েকটি বাংলা অনলাইন রেডিও চ্যানেল শোনার সুযোগ রয়েছে। তাই চলতে চলতে, যখন-তখন শুনতে পারবেন এসব চ্যানেল। এ ছাড়া হিন্দি, ইংরেজিসহ অন্যান্য ভাষায় প্রচারিত কয়েক শ রেডিও চ্যানেল শোনার ব্যবস্থা রয়েছে সফটওয়্যরটিতে। মাত্র ৩২ কেবিপিএস স্পিডের ইন্টারনেট সংযোগ থাকলেই সফটওয়্যারটির মাধ্যমে রেডিও শোনা যাবে। মোবাইল অপারেটর দেওয়া ইন্টারনেট সংযোগ ছাড়াও ওয়াইফাই ইন্টারনেটে এটি চালানো যাবে।
সফটওয়্যারটির সবচেয়ে বড় সুবিধা হলো_এটি জাভা প্লাটফর্মে তৈরি করা। প্রায় সব ধরনের মাল্টিমিডিয়া এবং স্মার্টফোনেই জাভা প্লাটফর্মের স্থায়ী (ডিফল্ট) সমর্থন থাকে। সফটওয়্যারটি ডেটা কমেপ্রস করেও অনেক ভালো মানের শব্দ দিতে পারে। সিমবিয়ান ব্যবহারকারীদের জন্যও এর আলাদা একটি সংস্করণ রয়েছে। জনপ্রিয় রেডিও চ্যানেলগুলো গ্রুপ আকারে সফটওয়্যারটিতে সংগ্রহ করে রাখার সুবিধা রয়েছে। এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
;) ডাউনলোড করুন 
http://www.getjar.com/mobile/16507/virtualradio-for-nokia-%2070

arefin:
Informative Post

sazirul:
Is it work in java handset?

Navigation

[0] Message Index

Go to full version