
নাটকের জয় হোক -এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অল স্টারস ড্যাফোডিল তার যাত্রাপথ শুরু করে ২০০৮ সালের আগস্ট মাসে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংস্কৃতিক সংগঠন অল স্টারস ড্যাফোডিল।
মঞ্চ, অভিনয়, নাচ, গান কিংবা সংলাপের জাদুতে বার বার মুগ্ধ করেছে দর্শককে। ভালোবাসা আর শুভেচ্ছা পেয়েছে দেশ এবং দেশের বাইরে থেকে।
দেখতে দেখতে ১১ বছর পার করে এক যুগের মাইল ফলকে পা রেখেছে। এই দীর্ঘ পথ চলায় তাঁদের আছে বহু অর্জন। বিশ্ববিদ্যালয়ের প্রিয় বনমায়ার নামকরণ করা হয় অল স্টারস ড্যাফোডিলের নাটকের নামানুসারে।
তাদের ঝুলিতে আছে জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার ও সম্মাননা। অল স্টারস ড্যাফোডিলের উল্লেখযোগ্য নাটক - গাহি সাম্যর গান, বনমায়া, স্বত্তা, আমার বনলতা, আমরা তোমাদের ভুলে গেছি, ট্র্যাজেডি মার্চ ৭১, আমরা তোমাদের ভুলবো না, উড়ালপঙখী, সান্তালহুল, অসমাপ্ত, ঠুসি, মানুষ ব্যাপ্ত মানুষ, নিখোঁজ শব্দের খোঁজে, চেতনায় ২১, সুখপাখি, একটি ভাষার মুক্তি।
উল্লেখযোগ্য প্রযোজনা - রুদ্রাণী, জীবনের প্রতিচ্ছবি, খন্ডিত কথামালা, বোকা বাক্সে বন্দী জীবন, উৎসবের বাংলাদেশ, ভাটির কথা।
https://www.facebook.com/www.campustv.ac/videos/357938652558176