Students' Affairs (DSA Office) > Cultural Club (DIUCC)

তারুণ্যের ক্লাব || ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব

(1/1)

Fahmi Hasan:
“শুদ্ধ সংস্কৃতি, সুস্থ প্রকৃতি” এই বিশ্বাসে কালচারাল ক্লাব এর প্রত্যেকটি সদস্য নিজ নিজ জায়গা থেকে আত্ম বিকাশ ঘটিয়ে দলবদ্ধভাবে দর্শকের মন জয় করে আসছে তাদের দুর্দান্ত এবং সফল সম্পাদনার মধ্য দিয়ে। কারণ তারা বিশ্বাস করে “সুস্থ সংস্কৃতি চর্চাই পারে একটি মানুষকে পরিশুদ্ধ করতে”।


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সর্ব সক্রিয় সংগঠন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব এর যাত্রা শুরু হয় ২০০৯ সালের জুন মাসে। এই সংগঠনের অর্জন দেশের সীমানা তেই সীমাবদ্ধ নয়, দেশে এবং দেশের বাহিরে ছড়িয়ে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচার ক্লাবের নাম, ঠিক যেমন শীতের কৃষ্ণচূড়ার পাতা ছড়িয়ে থাকে সবুজ মাঠে।


বিশ্ববিদ্যালয়, আন্তঃবিশ্ববিদ্যালয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং জয়ী হওয়ার পাশাপাশি আয়োজনের পিছনেও থাকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব এর বিরাট অবদান। Art Felicity, Foundation Day, Convocation, DIU Band fest, Asian University President Forum এর সাংস্কৃতিক পর্বের মতো আয়োজনের মধ্য দিয়ে তারা বারবার তাদের সফলতা, ঐক্যবদ্ধতা এবং প্রতিভাকে প্রমাণ করে গেছে বিশ্ববাসীর কাছে।

https://www.facebook.com/www.campustv.ac/videos/332009098582815

Navigation

[0] Message Index

Go to full version