General Category > Common Forum
পাগলামী
(1/1)
Mohammad Nazrul Islam:
জগপুঁরীতে বাঁজ ফাঁটিল
-আওয়াজ বিকট অতি
শব্দহীন মন আমার,
ডরে কি আর ক্ষতি?
সব হারিয়ে ভয় তাঁড়িয়ে
-চলছি পথে একা
নিজের সাথে আপনারে,
পাইনি কবু দেখা।।
নেশার তুরে চলছি ঘুরে
-অকূল ধারা গতি
তাল মাড়িয়ে ঝাঁল ছড়িয়ে,
ভাঁসিয়ালী মতি।।
আওয়াজ-ক্যাউয়াজ, লংকাপুরি
-যখন যেমন বাও
চলন, চলি আপন তালে,
বলন আমার ফাঁউ।।
এমনি চলা, চলছে এ-মন
-খিল খিলিয়ে হাসিঁ
মন্দ গনা, মন্দ শুনা,
মন্দ ভালবাসি।।
ফুটুক ভাজি, উঠুক জাগি
-মন, মহাজন-কাজী,
অধর বুঝি মরিচিকা
ধরতে মরন বাঁজি।।
Navigation
[0] Message Index
Go to full version