IT Help Desk > IT Forum

পানি দিয়ে মোবাইল চার্জ

(1/4) > >>

sami:
পানি দিয়ে মোবাইল চার্জ!
সম্প্রতি সুইডেনের গবেষকরা একটি চার্জার তৈরি করেছেন যার মাধ্যমে পানি দিয়েই মোবাইল চার্জ করা যায়। সুইডেনের ফুয়েল সেল কোম্পানি মাইএফসি ‘পাওয়ারট্রেক’ নামের এ চার্জার তৈরি করেছে। খবর গিজম্যাগ-এর।

মাইএফসি’র দাবি, ‘পাওয়ারট্রেক’ হচ্ছে বিশ্বের প্রথম পোর্টেবল  ফুয়েল সেল চার্জার যা হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তর করতে পারে। এ ডিভাইসটি মোবাইল ফোন এবং অন্যান্য ফুয়েল সেলচালিত ডিভাইসে ব্যবহার করা যাবে।

চার্জারটিতে কোনো ফুয়েল প্যাক এবং পানি মিশিয়ে দিলেই হবে। এর সঙ্গে থাকা ইউএসবি পোর্টটি মোবাইলে যোগ করলেই চার্জ নেবে ডিভাইসটি।

এবারের সিইএস মেলায় এ ডিভাইসটি দেখানো হবে।


(collected)

Narayan:
hmmm...Cool.
Thanks for sharing.

arefin:
waiting for its implementation.

mehnaz:
Very interesting...

tariq:
Interesting one.... But hope it will not increase the cost of drinking water ;D

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version