IT Help Desk > IT Forum

।। চোখের ইশারায় চলবে উইন্ডোজ ।।

(1/2) > >>

Narayan:
টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম-এর জন্য নতুন প্রযুক্তি আনছে। সুইডেনের টেকনোলজি কোম্পানি টোবি সম্প্রতি উইন্ডোজ ৮-এর জন্য চোখের ইশারায় যাতে কম্পিউটার চালানো যায় সে পদ্ধতির একটি ডিভাইস তৈরি করছে। খবর হাফিংটন পোস্ট-এর।

টোবি উদ্ভাবিত পদ্ধতিতে কার্সর নড়ানোর জন্য মাউসের বদলে চোখের ইশারায় যথেষ্ট। কোনো লিংক বা স্ক্রিনের কোথায় ক্লিক করতে হবে কার্সরের ওপর চোখ রেখে সেদিকে চোখের ইশারা করলেই হবে।

‘উইন্ডোজ ৮ গেজ ইন্টারফেস’ নামের এ প্রযুক্তি ৯ জানুয়ারি থেকে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় দেখানো হবে।

টোবি জানিয়েছে, গেজ ইন্টারফেস পদ্ধতিটি উইন্ডোজ ৮নির্ভর ট্যাবলেট এবং স্মার্টফোনের জন্য তৈরি করা হচ্ছে।

উল্লেখ্য, টোবি এর আগে চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যায় এমন গেইম তৈরি করেছিলো।

মাইক্রোসফট-এর পরবর্তী অপারেটিং সিস্টেম হিসেবে চোখের ইশারায় নিয়ন্ত্রণ করার এমন প্রযুক্তি ছাড়াও ছবি পাসওয়ার্ড এবং অঙ্গভঙ্গির সাহায্যে উইন্ডোজ চালানো যাবে এমন খবরও চাউর হয়েছে।

Original Source: http://goo.gl/0NPbw

mehnaz:
Wow!!! Nice post ..

sethy:
Nice post. Also very informative. windows opens a new door for the users by this. Thanks for sharing the post.

poppy siddiqua:
really interesting. Thanks for sharing this information.

arefin:
Nice post

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version