বঙ্গবন্ধু- ডিআইইউ অনলাইন আর্ট কম্পিটিশন ২০২১

Author Topic: বঙ্গবন্ধু- ডিআইইউ অনলাইন আর্ট কম্পিটিশন ২০২১  (Read 3653 times)

Offline Fahmi Hasan

  • Full Member
  • ***
  • Posts: 136
  • Test
    • View Profile


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করছে “Bangabandhu - DIU Online Art Competition 2021 (বঙ্গবন্ধু- ডিআইইউ অনলাইন আর্ট কম্পিটিশন ২০২১)”। বাংলাদেশের যেকোন কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন (কলেজের শিক্ষার্থী ‘ক- বিভাগ’ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘খ- বিভাগ’ -এ অন্তর্ভুক্ত হবেন)। উভয় বিভাগের জন্যই ছবি আঁকার বিষয় নির্ধারণ করা হয়েছে “আমার অঙ্কনে বঙ্গবন্ধুর ভাবনা”। 

প্রতিযোগিতার মূল পর্ব আয়োজিত হবে ২০ আগস্ট ২০২১ তারিখ (শুক্রবার), যা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের অবশ্যই নির্দিষ্ট আবেদনপত্রের মাধ্যমে আবেদন বা রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১৯ আগস্ট (বিকাল ৪ টার) মধ্যে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।

প্রতিযোগিতায় উভয় বিভাগ থেকেই চ্যাম্পিয়ন পাবেন- ১০,০০০ (দশ হাজার) টাকা এবং রানার- আপ পাবেন- ৫০০০ (পাঁচ হাজার) টাকা। এছাড়াও সকল অংশগ্রহণকারীদের অংশগ্রহণের জন্য ই-সার্টিফিকেট  প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানতেঃ
https://dsa.daffodilvarsity.edu.bd/bangabandhuartcompetition2021/
Fahmi Hasan
Senior Administrative Officer,
Office of the Director of Students' Affairs
Daffodil International University.