পাগলামী

Author Topic: পাগলামী  (Read 929 times)

Offline Mohammad Nazrul Islam

  • Full Member
  • ***
  • Posts: 178
  • Test
    • View Profile
পাগলামী
« on: August 08, 2021, 01:42:56 PM »
জগপুঁরীতে বাঁজ ফাঁটিল
-আওয়াজ বিকট অতি
শব্দহীন মন আমার,
ডরে কি আর ক্ষতি?

সব হারিয়ে ভয় তাঁড়িয়ে
-চলছি পথে একা
নিজের সাথে আপনারে,
পাইনি কবু দেখা।।

নেশার তুরে চলছি ঘুরে
-অকূল ধারা গতি
তাল মাড়িয়ে ঝাঁল ছড়িয়ে,
ভাঁসিয়ালী মতি।।

আওয়াজ-ক্যাউয়াজ, লংকাপুরি
-যখন যেমন বাও
চলন, চলি আপন তালে,
বলন আমার ফাঁউ।।

এমনি চলা, চলছে এ-মন
-খিল খিলিয়ে হাসিঁ
মন্দ গনা, মন্দ শুনা,
মন্দ ভালবাসি।।

ফুটুক ভাজি, উঠুক জাগি
-মন, মহাজন-কাজী,
অধর বুঝি মরিচিকা
ধরতে মরন বাঁজি।।

« Last Edit: September 28, 2021, 09:21:21 PM by Mohammad Nazrul Islam »