Science & Information Technology > Mobile Apps
কিভাবে মোবাইলে ইন্টারনেটের গতি বাড়বে?
(1/1)
Mrs.Anjuara Khanom:
মোবাইলের সকল ব্যক্তিগত আর অফিসিয়াল কার্যক্রম চলে অনলাইনে। খাদ্য ক্রয় থেকে অনলাইনে ক্লাশ,পরীক্ষা সবই হচ্ছে বাড়িতে বসে। ইন্টারনেট গতি বাড়ানোর জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর মোবাইলে থাকা ক্যাচে (Cache) ফাইল গুলিকে ক্লিয়ার বা ডিলিট করতে হবে।
মোবাইলে যদি অত্যাধিক ক্যাচে ফোল্ডার জমে যায়, তবে তা ফোনের কার্যক্রমকে বিঘ্নিত করবে।ফোনের অপারেশন স্লো করে দেয়। এছাড়াও মোবাইল ব্রাউজার-অপেরা মিনি, ফায়ারফক্স, গুগল ক্রমের মধ্যে জমে থাকা ক্যাচে পরিষ্কার করুন। এগুলো ফোনের নেট স্পিড স্লো করে দেয়। মোবাইল ব্রাউজারের ক্যাচে পরিষ্কার করতে এনড্রয়েট অ্যাসিসটেন্ট ব্যবহার করতে পারেন।
মোবাইলে ইন্টারনেটের গতি বাড়ানোর আরও পাঁচ উপায়:
১. মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলি আনইনস্টল করুন।
২. মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
৩. মোবাইলের 'ক্যাশড ডাটা' ক্লিয়ার করুন। কারণ এগুলি শুধু মোবাইলের জায়গাই নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।
৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।
৫. মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
বিডি প্রতিদিন /
Navigation
[0] Message Index
Go to full version