মানুষের প্রতি কোরআন অধিকার কী?

Author Topic: মানুষের প্রতি কোরআন অধিকার কী?  (Read 711 times)

Offline Mrs.Anjuara Khanom

  • Sr. Member
  • ****
  • Posts: 434
  • Test
    • View Profile
কোরআন আল্লাহর কিতাব। এটি মানুষের চূড়ান্ত জীবন বিধান। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা মুসলিম উম্মাহর জন্য আবশ্যক। জীবন পরিচালনায় কোরআন শোনা, তেলাওয়াত করা, মুখস্ত করা, চিন্তা-গবেষণা করা এবং কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণ করা খুবই জরুরি। এগুলো মানুষের প্রতি কোরআনের হকও বটে। বিষয়গুলো কোরআন-সুন্নায় সুস্পষ্টভাবে ওঠে এসেছে-

১. কোরআন শোনা
যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন কথা না বলে চুপচাপ কোরআন তেলাওয়াত শোনা। এটি কোরআনের হক। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন-
وَ اِذَا قُرِیٴَ الۡقُرۡاٰنُ فَاسۡتَمِعُوۡا لَهٗ وَ اَنۡصِتُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ
‘আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক, যাতে তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে।’ (সুরা আরাফ : আয়াত ২০৪)

২. কোরআন তেলায়াত করা
কোরআনের অন্যতম হক হলো নিয়মিত তা তেলাওয়াত করা। আর এ তেলাওয়াত কীভাবে করতে হবে তা-ও সুস্পষ্টভাবে দিকনির্দেশনা এসেছে কোরআনে। আল্লাহ তাআলা বলেন-
اَوۡ زِدۡ عَلَیۡهِ وَ رَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا
‘অথবা তার চেয়ে একটু বাড়াও। আর কুরআন আবৃত্তি কর ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে।’ (সুরা মুযযাম্মিল : আয়াত ৪)

৩. কোরআন মুখস্ত করা
কোরআনবিহীন অন্তর প্রাণবিহীন অন্তরের মতো। তাই নিয়মিত কোরআন তেলাওয়াত করতে ন্যূনতম কিছু অংশ মুখস্ত করা জরুরি। এ কারণেই কোরআর মুখস্ত রাখার ব্যাপারে তাগিদ দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। হাদিসে এসেছে-
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআন নেই সে ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো।’ (তিরমিজি)

৪. কোরআন নিয়ে চিন্তাভাবনা করা
আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেসব বিষয় বর্ণনা করেছেন; তার সবেই মানুষের কল্যাণে নাজিল হয়েছে। আর এসব বিষয় নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা করার দিকনির্দেশনা দিয়েছেন স্বয়ং আল্লাহ। জীবনঘনিষ্ঠ এসব বিষয় বোঝার জন্য কোরআনের অন্যতম হকও এটি। তাইতো মহান আল্লাহ বলেন-
> اَفَلَمۡ یَدَّبَّرُوا الۡقَوۡلَ اَمۡ جَآءَهُمۡ مَّا لَمۡ یَاۡتِ اٰبَآءَهُمُ الۡاَوَّلِیۡنَ
তবে কি তারা এই বাণী (কোরআন) অনুধাবন করে না? অথবা তাদের কাছে কি এমন কিছু এসেছে, যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি?’ (সুরা মমিনুন : আয়াত ৬৮)

> اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ ؕ وَ لَوۡ کَانَ مِنۡ عِنۡدِ غَیۡرِ اللّٰهِ لَوَجَدُوۡا فِیۡهِ اخۡتِلَافًا کَثِیۡرًا
‘তারা কি কোরআন সম্বন্ধে চিন্তা-ভাবনা করে না? এ (কোরআন) যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে (অবতীর্ণ) হতো, তবে নিশ্চয়ই তারা তাতে অনেক পরস্পর-বিরোধী কথা পেত।’ (সুরা নিসা : আয়াত ৮২)

৫. কোরআনের অনুসরণ করা
কোরআনের অন্যতম প্রধান হক হলো- কোরআনের অনুসরণ করা। কোরআন অনযায়ী জীবন পরিচালনা করা। কোরআনকে জীবনবিধান হিসেবে মেনে নেওয়া। কোরআনের নির্দেশ অনুযায়ী দুনিয়ার প্রতিটি কাজ সম্পন্ন করার মাধ্যমে পরকালের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা। কোরআনের নির্দেশও এমনই। মহান আল্লাহ বলেন-
وَ هٰذَا کِتٰبٌ اَنۡزَلۡنٰهُ مُبٰرَکٌ فَاتَّبِعُوۡهُ وَ اتَّقُوۡا لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ
‘এ কিতাব (কোরআন) বরকতময়; যা আমি নাজিল করেছি। সুতরাং কোরআনের অনুসরণ কর এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে।’ (সুরা আনআম : আয়াত ১৫৫)

সুতরাং মানুষের জন্য একান্ত আবশ্যক এই যে, তারা কোরআনের ৫ অধিকারের প্রতি যত্নবান হবে। কোরআন অনুযায়ী জীবন পরিচালনায় উল্লেখিত বিষয়গুলো হৃদয় দিয়ে অনুধাবন ও কাজে বাস্তবায়ন করবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআনের ৫ অধিকার যথাযথভাবে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভের তাওফিক দান করুন। আমিন।

https://www.jagonews24.com/religion/article/704116
Mrs, Anjuara Khanom
Assistant Officer, Information Desk
Daffodil International University
DSC Campus
02224441833/34