Help & Support > Common Forum/Request/Suggestions
একাকিত্ব
(1/1)
ashraful.diss:
একাকিত্ব
একাকিত্ব", আমাদের অনেকের জীবনের একটি পরিচিত অংশ। জীবনের কিছুকিছু সময় নিজেকে খুব একা মনে হয়। জীবনে কারো শূন্যতা ভীষণভাবে অনুভব হয়। তাই না?
তো একাকিত্বের এই সময়ে কোরআনের এই বাণীগুলো শুনুন। যেখানে আল্লাহ তা'আলা বলেছেন,
অতঃপর যখন বিকট আওয়াজ (কিয়ামত দিবসের আওয়ায) আসবে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজ নিজ চিন্তায় নিজেকে ব্যতিব্যস্ত রাখবে।"[সূরা আবাসা, ৩৩-৩৭]
অর্থাৎ, যখন কিয়ামত শুরু হবে, তখন আজকের কোনো বন্ধনই আর অবশিষ্ট থাকবে না। সবাই নিজেকে বাঁচাতে একে অন্যকে ভুলে যাবে। দুনিয়াতে যার যত ভালো পরিবার বা জীবনসঙ্গীই থাক না কেন, দিনশেষে তারাও সেইদিন একা হয়ে পড়বে। সবার প্রত্যাবর্তন হবে এক আল্লাহর কাছেই।
তাই, আপনার আজকের এই একাকিত্বের সময়ও আল্লাহকে আপনার সঙ্গী বানিয়ে নিন। তিনি তো এমন সঙ্গী, যার সাথে সম্পর্ক না এই দুনিয়ায় ভাঙ্গবে আর না কিয়ামতে।
আল্লাহকে পেয়েছেন তো জান্নাত পেয়েছেন। আর জান্নাত পেয়েছেন তো জীবনের সকল সুখ পেয়ে গেছেন। ইন শা আল্লাহ আজকের আপনার সকল শূন্যতা জান্নাতে পূর্ণতা পেয়ে যাবে।
একাকিত্বের সময়ে রবের সাথে সম্পর্ক গড়ে তুলুন।কেউ নেই তো কি হয়েছে? আমাদের রব তো আছেন। তিনিই আমাদের জন্য যথেষ্ট।
Navigation
[0] Message Index
Go to full version