«  on: December 06, 2021, 02:04:21 PM »
									
								 
							 
							
								
শীতের মৌসুম শুরু হয়ে গেছে এবং আমরা চাইবো যে এই ঋতু যেন কোনও ভাবেই আমাদের শরীরে প্রভাব ফেলতে না পারে। আমরা গরম জামাকাপড় দিয়ে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করবো এবং যাবতীয় প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করবো। এর সঙ্গে আমাদের খাদ্যের প্রতিও নজর দেওয়া দরকার।
এটাও খুব গুরুত্বপূর্ণ যে আমরা যেন সঠিক খাদ্য গ্রহণ করি এবং এটা যেন আমাদের এই আবহাওয়া থেকে রক্ষা করে। এবং এখানে আপনাকে সাহায্য করতে পারে পাকা পেঁপে। পেঁপের মধ্যে একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। জেনে নিন পাকা পেঁপের অন্যান্য স্বাস্থ্য গুণগুলি সম্পর্কে-
হজম ক্ষমতা উন্নত করে।
ঠাণ্ডা লাগা ও কাশির উপশমের জন্য কার্যকর।
এটি ব্যথা, যন্ত্রণা এবং অটো-ইমিউনি রোগের জন্য ভাল।
ডায়াবেটিস রোগীদের জন্যও সেরা। যাদের ডায়বেটিস রয়েছে তারা নিয়মিত পেঁপে খেতে পারেন।
ডিটক্সিফিকেশনের জন্য সর্বোত্তম এই ফল। এটি লিভারের স্বাস্থ্যের জন্যও ভাল।
হার্টের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।
পাকা পেঁপে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে।Source: 
https://www.bd-pratidin.com/health-tips/2021/12/05/718116 
							 
						 
						
							
							
							
								
								Logged
							
 
							Amena Hasan Ana
Manager, Business Development, Daffodil Group
Special Assistant to Chairman
Daffodil International University
President, Child & Youth Finance International
Co-Leader Google Educators Group
Vice President, Youth for Human Rights International
Email: ana.huq@gmail.com