Help & Support > Common Forum/Request/Suggestions
নবীদের অঙ্গীকার
(1/1)
ashraful.diss:
নবীদের অঙ্গীকার
সর্বশক্তিমান আল্লাহ প্রত্যেকটি নবীদের কাছ থেকেও ধর্ম বাস্তবায়ন ও প্রচার করার অঙ্গীকার নিয়েছিলেন বিশেষ করে মুহাম্মদ (সা:), নূহ, ইব্রাহিম, মুসা ও ঈসা (আঃ)-এর কাছে দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছিলেন।
وَاِذۡ اَخَذۡنَا مِنَ النَّبِیّٖنَ مِیۡثَاقَہُمۡ وَمِنۡکَ وَمِنۡ نُّوۡحٍ وَّاِبۡرٰہِیۡمَ وَمُوۡسٰی وَعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ ۪ وَاَخَذۡنَا مِنۡہُمۡ مِّیۡثَاقًا غَلِیۡظًا ۙ
যখন আমি পয়গম্বরগণের কাছ থেকে, আপনার কাছ থেকে এবং নূহ, ইব্রাহীম, মূসা ও মরিয়ম তনয় ঈসার কাছ থেকে অঙ্গীকার নিলাম এবং অঙ্গীকার নিলাম তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার। {সূরা আল-আহযাব: আয়াত ৭}
আদম (আঃ) এবং ঈসা (আঃ) এর মধ্যে মিল
সর্বশক্তিমান আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন যে ঈসা (আঃ সাঃ) আর আদম (আঃ সাঃ) দেখতে একই রকম ছিলেন।
اِنَّ مَثَلَ عِیۡسٰی عِنۡدَ اللّٰہِ کَمَثَلِ اٰدَمَ ؕ خَلَقَہٗ مِنۡ تُرَابٍ ثُمَّ قَالَ لَہٗ کُنۡ فَیَکُوۡنُ
নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে তৈরী করেছিলেন এবং তারপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন। {সূরা আল-ইমরান: আয়াত ৫৯}
Navigation
[0] Message Index
Go to full version