Health Tips > Coronavirus - করোনা ভাইরাস

ওমিক্রনের ১৪ লক্ষণ জেনে নিন-সতর্ক হোন

(1/1)

Mrs.Anjuara Khanom:
দ্রুত ছড়িয়ে পড়ায় মহামারি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাসীর জন্য। কোভিডের নতুন এই ধরন মোকাবিলায় আগের টিকা নেওয়া থাকলেও কাজ হচ্ছে না তেমন।
যার ফলে নিজেদেরই সতর্ক থাকতে হবে, এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে। 

বিশেষজ্ঞরা বেশ কিছু উপসর্গের কথা বলেছেন ওমিক্রনের ক্ষেত্রে। যার ১৪টি লক্ষণ জেনে নিয়ে সতর্ক থাকুন। উপসর্গ দেখা দিলে দ্রুত নিজেকে সবার থেকে আলাদা করে আইসোলেশনে থাকুন ও করোনা পরীক্ষা করে সঠিক চিকিৎসা নিন।

লক্ষণগুলো হচ্ছে:

•    নাক দিয়ে পানি পড়ার প্রবণতা দেখা যাচ্ছে
•    মাথাব্যথা থাকছে কিছু ক্ষেত্রে
•    ক্লান্তি ছাড়ছে না রোগীকে
•    হাঁচি হচ্ছে
•    গলা ব্যথাও হচ্ছে
•    খুব কাশি
•    গলা ভেঙে যাচ্ছে
•    কাঁপুনি হচ্ছে
•    জ্বর আসছে অনেকের
•    মাথা ঝিমঝিম করার প্রবণতা
•    মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতাও আছে অনেক রোগীর
•    পেশীতে ব্যথা
•    গন্ধের অনুভূতিও হারাচ্ছেন কেউ কেউ
•    বুকে ব্যথাও দেখা যাচ্ছে। 


 বাংলানিউজটোয়েন্টিফোর.কম ‘ওমিক্রন’ করোনা

Navigation

[0] Message Index

Go to full version