Faculty of Science and Information Technology > Science and Information

বায়ুদূষণের প্রভাব

(1/1)

Md Kamrul Hasan:
বায়ুদূষণের (Air Pollution) জেরে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে গোটা বিশ্বে। একই প্রভাব পড়ছে বাংলাদেশবাসীর জীবনেও। সমীক্ষা বলছে, সেই কারণে বাংলাদেশের (Bangladesh) মানুষের গড় আয়ু কমেছে প্রায় তিন বছর। নিকট প্রতিবেশী ভারত, মায়ানমার ও ভুটানের বায়ুদূষণের পরিস্থিতি বাংলাদেশের তুলনায় ভাল। ‘বিশ্বের বায়ু পরিস্থিতি-২০২০: বায়ুদূষণ কীভাবে বিশ্বজুড়ে মানুষের আয়ুর উপর প্রভাব ফেলছে’ নামের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। এই গবেষণাটি যৌথভাবে চালিয়েছে যুক্তরাষ্ট্রের হেলথ এফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন। দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বায়ুদূষণে সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে নেপালের মানুষের। গড় হিসাবে ৩.০৫ বছর।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২.৬ বছর। গোটা বিশ্বেই বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু কমেছে। গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে, বায়ুদূষণে বিশ্ববাসীর গড় আয়ু কমেছে এক বছর আট মাস। আরও জানা যাচ্ছে, বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কমেছে দক্ষিণ এশিয়া, সাব সাহারা ও ওশেনিয়া অঞ্চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য বলছে, বায়ুদূষণে প্রতি বছর বিশ্বব্যাপী অন্তত ৭০ লক্ষ মানুষ প্রাণ হারান। বায়ুদূষণের কারণে চিনবাসীর গড় আয়ু কমেছে ১.৮৫ বছর।

Navigation

[0] Message Index

Go to full version