Religion & Belief (Alor Pothay) > Prophet Muhammad SAW
লা-ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ (স:)
(1/1)
Badshah Mamun:
লা-ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ (স:)
পৃথিবীর কোথাও তাঁর কোনো ছবি নেই, কোথাও কোনো ভাস্কর্য নেই।
তাঁর কোনো সন্তান পৃথিবীর কোনো রাষ্ট্রের রাজাও নয়।
তাঁর অনুসারীদের হাতে বিশ্বের নেতৃত্বও নেই।
তারপরও দেখুন, আপনি পৃথিবীতে এমন আরেকজন মানুষ দেখাতে পারবেন না, যাকে বিলিয়ন-মিলিয়ন মানুষ নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে। যাঁর সম্মান ও মাহাত্ম্য রক্ষায় নিজের জীবন অবলীলায় উৎসর্গ করতে পারে।
পৃথিবীর কোনো ধর্মে, বা কোনো গোষ্ঠীতে আপনি এমন প্রাণাধিক প্রিয় ব্যক্তিত্ব পাবেন না।
হ্যাঁ, তিনি হলেন, লা-ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ (স:) ❤️
Navigation
[0] Message Index
Go to full version