দূর থেকে কম্পিউটার ব্যবহার করবেন যেভাবে

Author Topic: দূর থেকে কম্পিউটার ব্যবহার করবেন যেভাবে  (Read 2402 times)

Offline firoz_hasan

  • Newbie
  • *
  • Posts: 20
  • Test
    • View Profile
রিমোট ডেস্কটপ সফটওয়্যার ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ব্যক্তিগত কম্পিউটারের পাশাপাশি অফিসের কম্পিউটারও ব্যবহার করা সম্ভব। বর্তমানে বেশ কিছু রিমোট ডেস্কটপ সফটওয়্যার পাওয়া যায়, যার মধ্যে অ্যানিডেস্ক ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে।
অ্যানিডেস্ক সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার থেকে ফাইল এবং বার্তা পাঠানো যাবে। কম্পিউটারের পর্দার ছবি ধারণেরও সুযোগ মিলবে। সফটওয়্যারটির আকার বেশ ছোট, মাত্র ৩ মেগাবাইট। anydesk.com ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।

আপনি যে কম্পিউটারটি দূর থেকে নিয়ন্ত্রণ করতে চান, সে কম্পিউটারে প্রথমেই অ্যানিডেস্ক সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবার সফটওয়্যারটি চালু করলেই ৯ সংখ্যার একটি আইডি নম্বর দেখা যাবে। নম্বরটি কাজে লাগিয়েই মূলত দূর থেকে কম্পিউটার ব্যবহার করা যাবে।
দূর থেকে নির্দিষ্ট কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য প্রথমে সফটওয়্যারের Enter Remote Address অপশন থেকে অপর প্রান্তে থাকা কম্পিউটারের অ্যানিডেস্ক আইডি নম্বর লিখে ডান পাশে থাকা `→’ আইকনে ক্লিক করতে হবে বা এন্টার চাপতে হবে। অপর প্রান্তের কম্পিউটার ব্যবহারকারী Accept চাপলেই সেই কম্পিউটার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কাজ শেষ হওয়ার পর Disconnect অপশনে ক্লিক করলে দুটি কম্পিউটারের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। চাইলে মুঠোফোন থেকে একই পদ্ধতিতে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে। এ জন্য অবশ্যই মুঠোফোনে অ্যানিডেস্ক অ্যাপ ইনস্টল থাকাতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

যেভাবে ফাইল পাঠাবেন
অ্যানিডেস্ক সফটওয়্যারের সাহায্যে দূর থেকে কম্পিউটারের ফাইল পাঠানোর জন্য প্রথমে ফাইল ট্রান্সফার আইকনে ক্লিক করতে হবে। এবার ফাইল নির্বাচনের পর আপলোডে ক্লিক করলেই ফাইল বিনিময় হয়ে যাবে। একই উপায়ে রিমোট কম্পিউটার থেকে ফাইল গ্রহণ করতে হলে ফাইল নির্বাচন করে Download অপশনে ক্লিক করতে হবে।

https://www.prothomalo.com/technology/advice/%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87