মুছে ফেলা অ্যাপের তালিকা দেখতে চাইলে

Author Topic: মুছে ফেলা অ্যাপের তালিকা দেখতে চাইলে  (Read 937 times)

Offline Khan Ehsanul Hoque

  • Hero Member
  • *****
  • Posts: 549
  • Test
    • View Profile
মুছে ফেলা অ্যাপের তালিকা দেখতে চাইলে


বিনোদন বা কাজের প্রয়োজনে আমরা প্রায় সবাই স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। পরবর্তী সময়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলো মুছে ফেলেন অনেকেই। মুছে ফেলা অ্যাপের তথ্য সংরক্ষণ করে রাখে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর। ফলে মুছে ফেলা অ্যাপ পুনরায় ব্যবহারের প্রয়োজন হলে দ্রুত সেটি নামিয়ে ব্যবহার করা যায়।

মুছে ফেলা অ্যাপের তালিকা দেখতে চাইলে প্লে স্টোরের ডান দিকের কোনায় থাকা জিমেইলের প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। জিমেইল অ্যাকাউন্টে লগইন করা থাকলে মেনু অপশন পাওয়া যাবে। এখানে My Apps & Games অথবা Manage apps & device অপশনে ক্লিক করে Manage ট্যাব নির্বাচন করতে হবে। এবার Manage apps and device অপশনের বাঁ দিকের কোনায় থাকা Installed মেনুতে ট্যাপ করলেই একটি পপআপ বার্তা দেখা যাবে। এখানে Not installed মেনুতে ক্লিক করলে আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা সব অ্যাপের তালিকা দেখা যাবে। Name–এর ওপর ক্লিক করে Sort by থেকে Recently added অপশন নির্বাচন করলেই সম্প্রতি মুছে ফেলা অ্যাপগুলোর তালিকা দেখা দেখা যাবে। মুছে ফেলা নির্দিষ্ট অ্যাপ পুনরায় ব্যবহার করতে চাইলে বক্স আইকন নির্বাচন করে ওপরের ডান দিকের কোনায় থাকা ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।

আইফোনে মুছে ফেলা অ্যাপের তালিকা দেখতে চাইলে App Store-এর ডান দিকের কোনায় থাকা অ্যাকাউন্ট ছবিতে ক্লিক করে Purchased অপশন নির্বাচন করতে হবে। এরপর Not on this iPhone ট্যাবে পুনরায় ক্লিক করলেই সম্প্রতি মুছে ফেলা অ্যাপের তালিকা পাওয়া যাবে। নির্দিষ্ট অ্যাপ পুনরায় ব্যবহার করতে চাইলে অ্যাপের ডান দিকের কোনায় থাকা ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।

Source: https://www.prothomalo.com/technology/advice/lfaumpcyic

Khan Ehsanul Hoque

Daffodil International University
01847334702
fd@daffodilvarsity.edu.bd
www.daffodilvarsity.edu.bd