Religion & Belief (Alor Pothay) > Islam & Science

এই অল্প কয়েকটি কথা বুঝতে পারলে বিজ্ঞানের সব আবিষ্কার আমাদেরকে আরো ভালো মুমিন হতে

(1/1)

Khan Ehsanul Hoque:
এই অল্প কয়েকটি কথা বুঝতে পারলে বিজ্ঞানের সব আবিষ্কার আমাদেরকে আরো ভালো মুমিন হতে সাহায্য করবে, উল্টোটা নয়....


বিজ্ঞানের আবিষ্কার আর আল্লাহর সৃষ্টি এক কথা নয়। আল্লাহ যা সৃষ্টি করেছেন তার খুব সামান্য অংশই মানুষ বিজ্ঞানের মাধ্যমে আবিষ্কার করেছে। আমাদের ছোট এই দেহে কত কী আল্লাহ সৃষ্টি করেছেন, এসবের কার্যকারিতা কী, তা মানুষ এখনো আবিষ্কার করে শেষ করতে পারে নি।একইভাবে আমাদের চারপাশে পৃথিবীতে এবং পৃথিবীর বাহিরে আল্লাহ তায়ালা অনেক কিছু সৃষ্টি করেছেন, যার ব্যাপারে কুরআন-সুন্নাহে নানা সংক্ষিপ্ত বিবরণ এসেছে। বিজ্ঞানের আবিষ্কার এসবের প্রতি আমাদের ঈমানকে আরো দৃঢ় করে।

যেমন - ক্যামেরা, ড্যাটা, ভিডিও, বিভিন্ন স্টোরেজ ড্রাইভ ইত্যাদির আবিষ্কার আমাদের আমলনামার হুবহু সংরক্ষণ যে আল্লাহর জন্য খুব সহজ, সে ব্যাপারে ধারণা দেয়। স্যাটেলাইট ম্যাপের আবিষ্কার ইসরার ঘটনায় বেশ কিছু ব্যাপার যে আল্লাহর জন্য কত সহজ ছিল সে ধারণা দেয়।

তবে মনে রাখতে হবে, বিজ্ঞান কেবল প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে বক্তব্য দেয়। অনেক ক্ষেত্রেই সুদৃঢ় প্রমাণ না থাকায় নানা প্রক্সি প্রমাণের ওপর নির্ভর করে, যার অনেকগুলোই হয়ত ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল। কাজেই উপসংহারটা ঠিক ইয়াক্বীন বা চূড়ান্ত জ্ঞানের পর্যায়ে নয়, অনেক ক্ষেত্রেই অনুমান মাত্র। ফলে, অনুমানের দৃঢ়তা ও কনফিডেন্স লেভেল ওঠানামা করে। পক্ষান্তরে ওয়াহীর সব জ্ঞান চূড়ান্ত পর্যায়ের। কাজেই বিজ্ঞান বলে নি তাই বলে নেই, বিষয়টা এমন নয়।

এই অল্প কয়েকটি কথা বুঝতে পারলে বিজ্ঞানের সব আবিষ্কার আমাদেরকে আরো ভালো মুমিন হতে সাহায্য করবে, উল্টোটা নয়।

আল্লাহ তায়ালা আমাদের আমৃত্যু ঈমানের ওপর অটল রাখুন। আমীন।

- ইউসুফ সুলতান
Source: Collected from social Media

Navigation

[0] Message Index

Go to full version