সালামের শুরু জান্নাতে

Author Topic: সালামের শুরু জান্নাতে  (Read 553 times)

Offline ashraful.diss

  • Full Member
  • ***
  • Posts: 162
  • 'শীঘ্রই রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে'
    • View Profile
    • Daffodil Institute of Social Sciences - DISS
সালামের শুরু জান্নাতে
« on: August 15, 2022, 11:32:13 AM »

সালামের শুরু জান্নাতে

প্রথম মানুষ ছিলেন আদম (আঃ)। তাকে সৃষ্টির পর আল্লাহ বললেন, ‘’ হে আদম, ওখানে বসে-থাকা ফেরেশতাদের সালাম দাও। তারা কী জবাব দেয়, মনোযোগ দিয়ে শোনো। কারণ ওটাই হবে তোমার ও তোমার সন্তানদের অভিবাদন !’’

ফেরেশতাদের কাছে গিয়ে আদম (আঃ) বললেন, আস-সালামু আলাইকুম।’ (আপনাদের ওপর সালাম।)

ফেরেশতারা জবাব দিলেন, ‘ওয়া আলাইকুমুস সালাম  ওয়া রহমাতুল্লাহ।’ (আপনাদের ওপরেও সালাম ও আল্লাহর রহমত।)

সালাম মানে শান্তি ! এক মুসলিম আরেক মুসলিমের সাথে দেখা হলেই বলবে, ‘আস-সালামু আলাইকুম।’ মানে আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন !

যারা জান্নাতে যাবে, তারা একজন আরেকজনকে এভাবে সালাম দেবে। আল্লাহও  তাদেরকে সালাম দেবেন। তিনি বলবেন, ‘ আস-সালামু আলাইকুম। হে জান্নাতবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক !’

ভাবুন একবার, কত সুন্দর এই অভিবাদন !

আলোচনাটি সহীহ বুখারী-এর ৬২২৭ নং হাদীস।

চলবে...............
« Last Edit: September 08, 2022, 03:06:19 PM by ashraful.diss »
Hafez Maulana Mufti. Mohammad Ashraful Islam
Ethics Education Teacher, DISS
Khatib, Central Mosque, Daffodil Smart City
Ashuli , Savar, Dhaka