মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ

Author Topic: মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ  (Read 231 times)

Offline Kakuly Akter

  • Sr. Member
  • ****
  • Posts: 423
  • Test
    • View Profile
মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ

অন্তরের বিশুদ্ধতা পরকালের পাথেয়
ইরশাদ হয়েছে, ‘যেদিন ধনসম্পদ ও সন্তানসন্ততি কোনো কাজে আসবে না। সেদিন উপকৃত হবে কেবল সে, যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তর নিয়ে। ’(সুরা : আশ-শুআরা, আয়াত : ৮৮-৮৯)

রাসুলের আনুগত্য করো
ইরশাদ হয়েছে, ‘আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ’ (সুরা : আশ-শুআরা, আয়াত : ১০৭-১০৮)

আল্লাহর হিসাবকে ভয় করো
ইরশাদ হয়েছে, ‘নুহ বলল, তারা কী করত তা আমার জানা নেই। তাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকের কাজ। যদি তোমরা বুঝতে!’ (সুরা : আশ-শুআরা, আয়াত : ১১২-১১৩)

মানুষকে দূরে সরিয়ে দিয়ো না
ইরশাদ হয়েছে, ‘মানুষকে দূরে তাড়িয়ে দেওয়া আমার কাজ নয়। আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী। ’ (সুরা : আশ-শুআরা, আয়াত : ১১৪-১১৫)

সুরম্য প্রাসাদে চিরদিন থাকবে না
ইরশাদ হয়েছে, ‘তোমরা কি প্রাসাদ নির্মাণ করছ এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে। ’ (সুরা : আশ-শুআরা, আয়াত : ১২৮)

Source: https://www.kalerkantho.com/print-edition/islamic-life/2020/02/24/878199
Kakuly Akter
Assistant Administrative Officer,
Daffodil Family, Corporate Office.