Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
বাথরুমে কখনো কাঁদবেন না
(1/1)
Khan Ehsanul Hoque:
❝ বাথরুমে কখনো কাঁদবেন না ❞
বেশিরভাগ মানুষেরই এই অভ্যাস টি রয়েছে। যখনই তারা হতাশ বা বিরক্ত বোধ করেন তারা কাঁদতে বাথরুমে ছুটে যান।
"নিশ্চয় সে (শয়তান) ও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখ না"। [আল-আরাফ ৭:২৭]
আপনি কি জানেন জ্বীন রা সবচেয়ে বেশি কোথায় বসবাস করে?
তারা বাথরুমে সবচেয়ে বেশি বসবাস করে । বেশিরভাগ লোকেরা এটি জানেন তারপরও ভুলে যান এবং অবহেলা করেন যে জ্বিন আমাদের ক্ষতি করতে পারে। বাথরুমে খুব সহজেই জ্বীন আপনাকে ক্ষতি করতে পারে. এটি খুবই সহজ মাধ্যম। তাই যখনি আপনার কান্না পাবে, খারাপ লাগবে আপনি ওজু করে ২ রাকাত নামাজ পরে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সামনে কাদেন। রাসূল (সাঃ) আমাদের শিখিয়ে গেছেন এসব জায়গায় জ্বীন শয়তানের হাত থেকে বাচার উপায় যখনি আপনি টয়লেটে প্রবেশ করবেন তখনি বাম পা দিয়ে পরবেন বিসমিল্লাহ, " আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খবাইস"।
(হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জিন্ ও নারী জিন্ থেকে আশ্রয় চাই)
ইনশাআল্লাহ এই দোয়া পরে বাথরুমে প্রবেশ করলে জ্বীন আপনার ক্ষতি করতে পারবে না.
Source: https://www.facebook.com/groups/2742092982483978/permalink/4469239946435931/
Navigation
[0] Message Index
Go to full version