Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
কিয়ামতের ছোট ছোট আলামত
(1/1)
Khan Ehsanul Hoque:
কিয়ামতের ছোট ছোট আলামতকিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে অন্যতম হচ্ছে -
১. ইহুদী আর খৃস্টানদের মত মুসলিমদেরও লক্ষ্য হবে দুনিয়ার সম্পদ, ক্ষমতা ও সম্মান অর্জন।
২. সহজ সরল মানুষেরা অবহেলার পাত্র হবে এবং প্রতারকদের চালাক-চতুর হিসেবে প্রশংসা করা হবে।
৩. অযোগ্য ও অসৎ ব্যাক্তিরা সমাজ ও রাষ্ট্রের নেতা নির্বাচিত হবে।
৪. নারীরা পুরুষের আকৃতি ধারন করবে আর পুরুষরা নারীর আকৃতি ধারন করবে।
৫. কিছু মুসলমান মদ পান করবে অন্য নামে।
৬. মানুষ কথায় সুন্দর হবে কিন্তু কাজে অসুন্দর হবে।
৭. হঠাৎ মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে এবং হত্যা অনেক বেড়ে যাবে।
৮. জগতের লোকেরা সউচ্চ দালান নির্মানের প্রতিযোগিতায় লিপ্ত হবে।
৯. মানুষ তার সন্তানের চাইতে কুকুর পালনকে বেশি প্রাধান্য দিবে।
১০. উলংগ ও বেহায়াপনার প্রতিযোগিতায় নারীরা ব্যপকভাবে জড়িয়ে যাবে।
১১. প্রকৃত আত্মীয়দের ছেড়ে বন্ধুবান্ধবদের আথিতেয়তা বেড়ে যাবে।
১২. মসজিদগুলো চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ হবে। মানুষেরা নিজেদের মসজিদ নিয়ে গর্ব প্রকাশ করবে।
১৩. সমাজের সম্মানিত কুলীন ভদ্রলোকগন কোনঠাসা হয়ে পড়বে এবং নিকৃষ্ট অসম্মানিত মানুষেরা বেপরোয়া সাহসী হয়ে যাবে।
১৪. সমাজের নিকৃষ্ট ও রাখাল শ্রেণীরর মানুষেরা সউচ্চ দালান নির্মান করবে।
১৫. শিক্ষায় বিপ্লব ঘটবে কিন্তু দ্বীনি শিক্ষা সম্পর্কে মানুষ অজ্ঞ থাকবে।
একটু বর্তমান সমাজের সাথে মিলিয়ে দেখুন, এবং নিজেকেই জিজ্ঞেস করুন কোন আলামতটি এখনও প্রকাশ পায় নি। আমরা যে ক্রমেই চুড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি,ভেবেছেন কি একবার?
Source: https://www.facebook.com/zakirnaikinbangla
Navigation
[0] Message Index
Go to full version