Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
মানুষ কেন গুনাহ করে?
(1/1)
Khan Ehsanul Hoque:
মানুষ কেন গুনাহ করে?
ইবনুল কায়্যিম (রহ.) তিনটি কারণের কথা উল্লেখ করেছেন,
• অহংকারঃ এটার কারণে ইবলিস অধঃপতিত হয়েছিল।
• লালসাঃ যেটার কারণে আদম (আলাইহিস সালাম) জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন।
• ঈর্ষাঃ যা আদমের পুত্রকে তার ভাইকে হত্যায় প্ররোচিত করেছিল। (১)
পৃথিবীতে এমন কোনো গুনাহ নেই যা এই তিনটির কোনোটি থেকেই উৎসারিত হয় না। আমরা যে গুনাহের কথাই চিন্তা করি না কেন!
ব্যভিচার করছে? লালসা থেকে।
কালো জাদু করছে? বেশিরভাগই ঈর্ষা থেকে।
যালিম যুলুম করছে? 'কখনোই আমার পতন হবে না' — এই অহংকার থেকে।
এক হিসেবে চিন্তা করলে গুনাহ থেকে বাঁচা খুব সহজ। এই তিনটি থেকে বেঁচে থাকলেই চলবে। কিন্তু আমরা মানুষ বলেই জানি এই তিনটি বেঁচে থাকা কঠিন তো বটেই, অসম্ভবের কাছাকাছি ব্যাপার। আর মহান আল্লাহ (সুবাহানাহু ওয়া তা'আলা)-ই আমাদের সর্বপ্রথম ও সর্বশেষ আশ্রয়স্থল ।
Source: https://www.facebook.com/zakirnaikinbangla
Navigation
[0] Message Index
Go to full version