Religion & Belief (Alor Pothay) > Various Sura & Dua
সূরা মূলক এর শক্তি
(1/1)
Khan Ehsanul Hoque:
সূরা মূলক এর শক্তি
সূরা মূলক এর শক্তি:
মনে করুন,আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ।আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।
একটু পরেই, কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?
তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।'
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'।
||তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে||
Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02
Navigation
[0] Message Index
Go to full version