Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
ঠকাচ্ছি কাকে?
(1/1)
Khan Ehsanul Hoque:
ঠকাচ্ছি কাকে?ফজরে উঠতে পারিনি আজকে, বাকি 4 ওয়াক্ত পড়ে কি হবে?
এরচেয়ে কালকে ফজর থেকে নতুন থেকে শুরু করবো।
এই যে সুদ-ঘুষ খাই, এগুলো খারাপ জানি। একেবারে হাজ্জ করে এসে সব ছেড়ে দিবো।
শালীনভাবে চলা আমাদের দরকার এটা মানি, কিন্তু এখন বিভিন্ন কারনে পারি না।
যখন পর্দা ধরব, তখন একেবারে বোরকা-হিজাব-নিকাব করব।
একটু-আধটু প্রেম-ভালোবাসা খারাপ না, বিয়ের পরে স্বামীর প্রতি সৎ থাকলেই তো হলো।
হিজাব তো করি,দু একটা প্রোগ্রামে শুধু হিজাব করি না।
ক্লোজ বন্ধু-আত্মীয়দের বিয়ে তো তাই।
মুখের উপরে মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাইদের গায়রে মাহরাম কিভাবে বলি ?
এতদিন এক সাথে বড় হয়েছি। পিঠাপিঠি বয়স। আমি তো আসলে ভাইয়ের মতো দেখি ওদের!
জন্মের পর থেকেই মামা চাচাদের কাছে মানুষ হয়েছি, উনারা আমার বাবার মতো, উনাদের সাথে দেখা না দিলে মানুষ কি বলবে?
বিয়ে তো জীবনে একবারই করতেছি, একটু মজা করে(হারাম বিষয়াদি-সহ) না করলে কি হয়।
লিষ্ট লম্বা করতে চাইলে সাচ্ছন্দে করা যাবে।
আল্লাহ্ তায়ালা শয়তানের ওয়াসওয়াসা এবং নাফসের তৈরী নিজস্ব যুক্তি থেকে হেফাজত করুন।
Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/433661188936188/
Navigation
[0] Message Index
Go to full version