Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

নারাী ধ্বংস হওয়া ৮ টি কারণ

(1/1)

Khan Ehsanul Hoque:
নারাী ধ্বংস  হওয়া ৮ টি কারণ
১. "ধ্বংস হোক ঐসব নারী, যারা চোখের উপরের লোম ( ভ্রুপ্লাগ) উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে।" -সহিহ বুখারী: ৪৮৮৬)
২. "ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে।" - (বুখারী, মিশকাত শরীফ: ৪৪২৯)
৩. "ধ্বংস হোক তারা, যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার ঘ্রাণ গেলো, ঐ নারী ব‍্যাভিচারিণী।" - (সহিহুল জামে: ৪৫৪০)
৪. "ধ্বংস হোক ঐসব নারী, যারা শরীরে উল্কি (ট‍্যাটু) আকেঁ এবং অন্যকেও এঁকে দেয়।" -(সহিহ মুসলিম: ২১২৫)
৫. "অভিশাপ তাদের জন্য যেসব নারী পরচুলা (আলগা চুল) পরিধান করে।" - (সহিহ বুখারী: ৪৮৮৬)
৬. "ঐসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে।" -(সহিহ বুখারী: ৬৬৫৭)
৭. "ঐসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়।" - (সহিহ মুসলিম: ২৫৬৩)
৮. "ধ্বংস ঐসব নারীদের জন্য যারা অন্যের পিছনে সমালোচনা, গিবত করতে নিজের মূল‍্যবান সময় নষ্ট করে।" -(সুনানে আবু দাউদ: ৪৮৭৪)

আল্লাহ্ তা'য়ালা আমাদের সবাইকে হিদায়াত দান করুক
আমিন

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/434175845551389/

Navigation

[0] Message Index

Go to full version