Science & Information Technology > Life Science

কাকে মশা বেশি কামড়ায়?

(1/1)

Khan Ehsanul Hoque:
কাকে মশা বেশি কামড়ায়?
সবাইকে মশা সমান ভাবে কামড়ায় না । কাউকে বেশি, কাউকে কম । কিন্তু কেন ?
এর প্রধান কারণ এখনো পর্যন্ত দুটো ।
প্রথমত : শরীরের ন্যাচারাল গন্ধ ।
দ্বিতীয়ত : রক্তের গ্রুপ ।
আমাদের শরীরে একেকজনের গন্ধ একেক রকম । এর জন্যে দায়ী আমাদের ত্বক থেকে বের হওয়া সিবাম নামের একটি তেল । এই তেলের মধ্যে কার্বসলীক এসিড নামের একটি উপাদান থাকে । যার শরীরে যত বেশি এই এসিড বের হয়, তার শরীরে মশা এসে তত বসে এবং কামড়ায় । মশা কেন এটির গন্ধ পছন্দ করে, তার কারণ এখনও জানা যায় নি ।
একেকজনের রক্তের গ্রুপ একেকটি । এখনো পর্যন্ত পরীক্ষা করে দেখা গেছে যারা O গ্রুপ রক্তের, তাদেরকে সবচেয়ে বেশি মশা কামড়ায়।
উপরের দুটো প্রধান কারণ ছাড়াও শরীরের গঠন, জেনেটিক্স, ত্বকের ব্যাকটেরিয়া, আরও কিছু রাসায়নিক উপাদান, এমনকি পরিধানের বস্ত্র, এমন সব কারণে মশা বেশি কামড়ায় ।
 
Source: https://www.facebook.com/groups/sciencebeegroup/permalink/950752225885867/

Navigation

[0] Message Index

Go to full version