Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
আপনার একজন রব আছেন
(1/1)
Khan Ehsanul Hoque:
আপনার একজন রব আছেন
মাঝে মাঝে সিজদায় যেয়ে শুধু এজন্য কৃতজ্ঞতার অশ্রু ঝরানো উচিত যে, আপনার একজন রব আছেন, যার কাছে আপনি সব কিছু বলতে পারেন, চাইতে পারেন।
চরম অসহায় অবস্থায় আকাশের দিকে তাকিয়ে “আল্লাহ” বলে ডাকতে পারা, সিজদায় যেয়ে সব কষ্ট নিংড়ে দিতে পারা এমন এক অনুগ্রহ, যে একবার এর স্বাদ পেয়ে যায়, “হতাশা” শব্দটি তার জীবনে আর আসে না কখনই। যে একবার শিখে যায় তার রবের কাছ থেকে চেয়ে নিতে, বিশ্বাস করুন তার অভিধান থেকে “অভাব” শব্দটি মুছে যায় সেদিনই।
আমার পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনা তুলনাহীন বেশি ভাল, যার মনে একবার ঢুকে যায় এ কথা, শত কষ্টেও সে হাসতে পারে, মন থেকে বলতে পারে “আলহামদুলিল্লাহ”
Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/437795291856111/
Navigation
[0] Message Index
Go to full version