Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

সবচেয়ে উত্তম জিকির

(1/1)

Khan Ehsanul Hoque:
সবচেয়ে উত্তম জিকির
সবচেয়ে উত্তম জিকির হলো "লা ইলাহা ইল্লাল্লাহ" এটা বলতে গেলে মুখের ভিতর জিহ্বা ছাড়া আর কিছুই নাড়াইতে হয়না। না দাঁত নড়ে, না ঠোঁট নড়ে। শুধু জিহ্বাটাকে উপর নিচ করতে পারলেই হয়।
চাইলে সবাই ব্যাপারটা পরীক্ষা করে দেখতে পারেন। জিহ্বা ছাড়া আর কিছু নাড়াতে হয় কি না ।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এটার উচ্চারণ এত সহজ বানালেন কেন জানেন ?
মৃত্যুর আগের ভয়াবহ মুহূর্তে যখন শরীরের সবকিছু অচল হয়ে পড়ে, তখন যাতে বান্দা কোনোরকম কষ্ট ছাড়াই অনায়াসে 'লা-ইলাহা-ইল্লাল্লাহ' বলতে পারে। এটাই কারণ। আর কিচ্ছু না।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে একটাই চাওয়া সকল মুসলিম ভাই ও বোন কে যেন মৃত্যুর সময় "কালিমা শাহাদাৎ" পড়ার তৌফিক দান করেন।
আমিন!

Source: https://www.facebook.com/groups/255085442843062

Navigation

[0] Message Index

Go to full version