Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

কবর

(1/1)

Khan Ehsanul Hoque:
কবর বালিশ ছাড়া ঘুমাতে না পারা মাথাটাও একদিন শূণ্য জমিনে শায়িত করে দেয়া হবে! দামী মেকাপ, শাড়ী আর গয়নায় পেচিয়ে থাকা দেহটাও একদিন সাদা কাফনে মুড়ানো হবে ! সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও একদিন বৃষ্টিস্নাত সেঁতসেঁতে মাটির নিচে থাকবে ! একটুও গরম সহ্য করতে না পারা দেহটাও একদিন কবরে আজাবের আগুনে পুড়বে ! একা একা অন্ধকারে থাকতে ভয় করা, ভূতের ভয় করা দেহটাও একদিন অন্ধকার, ভয়ানক, গহীন কবরের ভেতর পচঁতে থাকবে !এতো বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে খোশগল্প করা মানুষটার কবরও সময় করে একদিন দেখতে যাবে না কেউ ! দিনে একশতবার শূন্যতা অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষগুলোও মৃত্যুর কিছুদিন পর থেকে আপনাকে আর মনে করবে না ! কোটি টাকার সোনার হরিণ রেখে গেলেও সেটা কোনো কাজে দিবে না কেননা এই ধরনীতে সবাই শূন্য হয়ে আসে শূন্য হয়েই ফেরত যায় ! সেদিন হায়হতাশ করেও কোনো লাভ হবে না কেননা আপনি আপনার রিজিক ভোগ করে ফেলেছেন, আপনার তাক্বদীর এই পর্যন্তই পরিমিত ছিলো।

আল্লাহ আমাদের ঈমানী মৃত্যু দান করুন।
কুরআন শিখে আমল করুন। কুরআনকে সাথে নিয়ে নিঃসংগ কবরে যান।

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/435962385372735/

Navigation

[0] Message Index

Go to full version