Religion & Belief (Alor Pothay) > Rijik (রিজিক)
আল্লাহ বান্দার রিযিক নির্ধারণ করে রেখেছেন
(1/1)
Khan Ehsanul Hoque:
আল্লাহ বান্দার রিযিক নির্ধারণ করে রেখেছেন
ভবিষ্যতে দুর্ভিক্ষ আসবে বলে যারা হতাশার গল্প শোনাচ্ছেন, হতাশ হওয়ার কারণ নেই। প্রখ্যাত তাবিয়ি হাসান বাসরি (রহ.) হতে বর্ণিতঃ
আমি কুরআনের ৯০ জায়গায় পেয়েছি, আল্লাহ বান্দার রিযিক নির্ধারণ করে রেখেছেন এবং রিযিকের দায়িত্ব নিয়েছেন। কেবল এক জায়গায় পেয়েছি, "শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়"। (সুরা বাক্বারাহ,২৬৮)।
সত্যবাদিতায় আল্লাহ অতুলনীয়। তাও আমরা তাঁর ৯০টি ওয়াদার প্রতি আস্থা রাখতে পারি না। অথচ চরম মিথ্যুক যে শয়তান, তার এক কথার ওপর গভীর বিশ্বাস রাখি!
আল্লাহ আমাদের সবাইকে তাঁর অশেষ রহমত ও বরকতের উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস রাখার তৌফিক দান করুণ।
Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/439902808312026/
Navigation
[0] Message Index
Go to full version