Religion & Belief (Alor Pothay) > Allah: My belief

ঘুমানোর আগে কোনো গুনাহ করবেন না

(1/1)

Khan Ehsanul Hoque:
ঘুমানোর আগে কোনো গুনাহ করবেন না
ঘুমানোর আগে কোনো গুনাহ করবেন না এবং গুনাহ করতে করতে ঘুমাবেন না। কারণ ঘুম হলো মৃত্যুর মতো। হাদিসে এসেছে, ‘‘কিয়ামতের দিন বান্দা সেই অবস্থায় পুনরুত্থিত হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে।’’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ৭১২৪]
.
আমাদের মৃত্যু যদি হয় গান শুনতে শুনতে কিংবা মুভি দেখতে দেখতে, তাহলে সেভাবেই আমাদেরকে মৃত্যুর পর পুনরুত্থিত করা হবে। একবার একজন সাহাবি হজ করছিলেন। আরাফার মাঠে হঠাৎ উটের পীঠ থেকে পড়ে মারা যান। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ব্যাপারে বলেন, ‘‘আল্লাহ তাকে তালবিয়া (হজের বিশেষ যিকর) পাঠরত অবস্থায় ওঠাবেন।’’ [ইমাম বুখারি, আস-সহিহ: ১২৬৬]
.
এজন্য আমাদের উচিত হলো, ঘুমানোর আগে যেন আমরা নেক আমল করে ঘুমাই। ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা অগণিত। আমাদের কার মৃত্যু কীভাবে লিখা আছে, তা কেউ জানি না। তাই, আমাদের জীবনের সমাপ্তিটা যেন নেক আমলের মাধ্যমে হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ‘‘কোন আমলটি সর্বোত্তম?’’ তিনি বলেন, ‘‘সর্বোত্তম আমল হলো, তুমি যখন মৃত্যুবরণ করবে, তখনও তোমার জিহ্বা আল্লাহর যিকরে আর্দ্র/সিক্ত থাকবে।’’ [ইমাম ইবনু হিব্বান, আস-সহিহ: ৮১৮; শায়খ আলবানি, সহিহুল জামি’: ১৬৫; হাদিসটি হাসান]
.
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘আল্লাহই জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যাদের মৃত্যু আসেনি, তাদের প্রাণও নিদ্রার সময় হরণ করেন। তারপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ রেখে দেন (অর্থাৎ, তাকে উঠিয়ে নেন) আর অন্যগুলো ফিরিয়ে দেন—এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য, যারা চিন্তা-গবেষণা করে।’’ [সুরা যুমার, আয়াত: ৪২]

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/441512961484344/

Navigation

[0] Message Index

Go to full version