Religion & Belief (Alor Pothay) > Allah: My belief
মেয়েদের জন্য ছয়টি সাজ হারাম
(1/1)
Khan Ehsanul Hoque:
মেয়েদের জন্য ছয়টি সাজ হারামমেয়েদের জন্য ছয়টি সাজ হারাম,
১।ঘন্টাযুক্ত নুপুর পড়া।
ঘন্টি,বাজা,ঘুঙুর শ'য়'তা'নে'র বাদ্যযন্ত্র।"(সহীহ মুসলিম:২১১৪)
২।কপালে টিপ পড়া
"ইব্রাহিম (আঃ) এর সময়ে প'তী'তা'র মেয়েরা কপালে চিন্থ দিতো,যা এখন টিপ হিসেবে পরিচিত।আস্তাগফিরুল্লাহ
৩।পরচুল বা নকল চুল লাগানো। (সহীহ বোখারি ৫৯৩৩)
৪। ভ্রু প্লাগ
রাসুলের অ'ভি'শা'প পায় ঐসব নারী যারা চোখের উপরের লোম উঠায়,চেঁছে সরু করে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আবে।
(বুখারি হাদিস ৪৮৮৬)
৫।শরীরে ট্যাটু করা।
আল্লাহর লানত ঐসকল নারী পুরুষদের উপর যারা শরীরে উল্কি আঁকে (ট্যাটু)এবং অন্যদের এঁকে দেয়।(আবু দাউদ ৪১৭০)
৬।পারফিউম ব্যবহার
কোনো নারী যদি (কোন প্রকার)সুগন্ধি ব্যবহার করে (পুরুষের) মজলিসের পাশ দিয়ে যায় তবে সে নারী ব্যা'ভি'চা'রি'ণী।
আস্তাগফিরুল্লাহ
(আবু দাউদ,তিরমিযী,নাসাঈ,সহীহুল জামে,৪৫৪০নং)
আল্লাহ আমাদের সবাইকে এই গুলো থেকে দূরে থাকার
তৌফিক দান করুন।
আমিন।
Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02/permalink/441262591509381/
Navigation
[0] Message Index
Go to full version