সংকট কাটাতে একযোগে কাজ করতে হবে

Author Topic: সংকট কাটাতে একযোগে কাজ করতে হবে  (Read 2301 times)

Offline frahmanshetu

  • Newbie
  • *
  • Posts: 30
  • Test
    • View Profile
সংকট কাটাতে একযোগে কাজ করতে হবে

        জাতীয় রপ্তানি ট্রফি ২০১৮–১৯ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন পিকার্ড বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক অমৃতা মাকিন ইসলাম ছবি: প্রথম আলো

করোনার কারণে বিশ্বজুড়ে কমেছে উৎপাদন। তাতে বিশ্ব অর্থনীতির সাড়ে আট ট্রিলিয়ন (প্রতি ট্রিলিয়নে এক লাখ কোটি) ডলারের ক্ষতি হয়েছে। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতি হয়েছে ২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের। তাই ধারণা করা হচ্ছে, আগামী বছর বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশে নেমে যাবে। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি ১১ ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার ২০১৮-১৯ সালে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী হিসেবে বক্তব্যে এসব কথা বলেন চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান পিকার্ড বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অমৃতা মাকিন ইসলাম।


অমৃতা আরও বলেন, খাদ্য ও জ্বালানিসংকটে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। ত্রিমুখী এ সংকট কাটাতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Source:https://www.prothomalo.com/business/industry/nqurvzu36x