Religion & Belief (Alor Pothay) > Various Sura & Dua

ইবাদতে আনন্দ আসবে যেভাবে

(1/1)

Khan Ehsanul Hoque:
ইবাদতে আনন্দ  আসবে যেভাবে ইবাদতে আনন্দ  আসবে যেভাবে,
ইমাম আহমাদ ইবনে হারব রহিমাহুল্লাহ বলেন, আমি পঞ্চাশ বৎসর পর্যন্ত আল্লাহ তা'আলার ইবাদত-বন্দগী করেছি কিন্তু ইবাদত করতে গিয়ে তেমন মজা বা স্বাদ অনুভব করিনি!
অতঃপর আমি তিনটি জিনিস  ছেড়ে দেয়ার সংকল্প করি,
(১)আমি মানুষের সন্তুষ্টিকে বর্জন করেছি। ফলে  সত্য কথা বলার সাহসীকতা  অর্জন করেছি।
(২) আমি  অসৎ লোকদের সংঙ্গ  ত্যাগ করেছি। ফলে সৎ মানুষদের সংঙ্গ   খুঁজে পেয়েছি।
(৩)  আমি  দুনিয়ার  মিষ্টতাকে বিসর্জন দিয়েছি। ফলে  পরকালের মিষ্টতা খুঁজে পেয়েছি।
( আলহামদুলিল্লাহ )
[ সিয়ারু আ'লামিন-নুবালাঃ ১১/৩৪ ]

Source: https://www.facebook.com/groups/porokalerjotochinta02

Afroza Akter:
Thanks for sharing

frahmanshetu:
আল্লাহ,, তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা কর। সবাইকে সিরাতুল মুসতাকিম দান কর

Navigation

[0] Message Index

Go to full version