Faculty of Allied Health Sciences > Primary Health Care

হঠাৎ নাক দিয়ে রক্ত পড়লে যা করবেন

(1/1)

Khan Ehsanul Hoque:
হঠাৎ নাক দিয়ে রক্ত পড়লে যা করবেন
বড় অসুখ নয়, ঘাবড়িয়ে গেলে ঝামেলা। উচ্চ রক্তচাপ এটার কারণ নয়, টেনশনে অনেকের প্রেশার বাড়ে। প্রেসার কন্ট্রোল করলেও রক্ত ঝরা কমে না। নাকের ভেতরের রক্তনালি খুব ভাসা-ভাসা; সামান্য আঘাত (নাক খুঁটা) লাগলে অনেক রক্ত ঝরতে পারে।

ব্যবস্থা: মাথা সামনে ঝুলিয়ে বসতে হবে, শোয়া নিষেধ কারণ রক্ত ফুসফুসে গেলে বিপদ। নাকের সামনের দিকে নরম অংশ দুই আঙুলের মধ্যে চেপে ধরে রাখতে হবে। নাকে ও কপালে বরফ ধরতে হবে।

Source: https://www.jugantor.com/doctor-available/629357/%E0%A6%B9%E0%A6%A0%E0%A6%BE%E0%A7%8E-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

Navigation

[0] Message Index

Go to full version